আন্দোলন ঢাকায় স্থগিত, জেলায় ও ক্যাম্পাসে চলমান থাকবে
স্টাফ রিপোর্টার
৭২ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছে আন্দোলনের দু’জন অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত ও সাকিবুল ইসলাম আমার দেশ-কে নিশ্চিত করেছেন।
এসময় তারা বলেন, সোমবার বিকাল ৩টার মধ্যে আমাদের দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার কথা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছেন অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধান এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ আলোচনা করে দু’দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
ম্যাটস সাধারণ শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত বলেন, আমরা পূর্ণ আশ্বাস পাচ্ছি না। যেহেতু তারা ৭২ ঘণ্টা সময় চেয়ে নিয়েছেন সেক্ষেত্রে আমরা তাদের সুযোগ দিয়েছি। এই সময়ের মধ্যে যদি দাবি মেনে না নেয়া হয় তাহলে আমরা ঢাকা কর্মসূচি পালন করবো।
প্রশ্নের এক উত্তরে তিনি বলেন, আপাতত এই ৭২ ঘণ্টা শুধু ঢাকা শহরে স্থগিত করা হয়েছে। তবে জেলায় জেলায় এবং ক্যাম্পাসে তা চলমান থাকবে।
এর আগে গতকাল সোমবার চার দফা আদায়ের দাবি এবং সাংবাদিক, শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এদিন বিকাল ৩টার মধ্যে কার্যকরী কোনো সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা আসার কথা জানায় তারা।
তাদের চার দফা দাবিগুলো হলো:
বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।
উল্লেখ্য, রোববার চার দফা দাবিতে লংমার্চ নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হওয়া মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষাভবনের সামনে ওই ঘটনা ঘটে।
এমএস
৭২ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছে আন্দোলনের দু’জন অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত ও সাকিবুল ইসলাম আমার দেশ-কে নিশ্চিত করেছেন।
এসময় তারা বলেন, সোমবার বিকাল ৩টার মধ্যে আমাদের দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়ার কথা থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলেছেন অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধান এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ আলোচনা করে দু’দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
ম্যাটস সাধারণ শিক্ষার্থী পরিষদের সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত বলেন, আমরা পূর্ণ আশ্বাস পাচ্ছি না। যেহেতু তারা ৭২ ঘণ্টা সময় চেয়ে নিয়েছেন সেক্ষেত্রে আমরা তাদের সুযোগ দিয়েছি। এই সময়ের মধ্যে যদি দাবি মেনে না নেয়া হয় তাহলে আমরা ঢাকা কর্মসূচি পালন করবো।
প্রশ্নের এক উত্তরে তিনি বলেন, আপাতত এই ৭২ ঘণ্টা শুধু ঢাকা শহরে স্থগিত করা হয়েছে। তবে জেলায় জেলায় এবং ক্যাম্পাসে তা চলমান থাকবে।
এর আগে গতকাল সোমবার চার দফা আদায়ের দাবি এবং সাংবাদিক, শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এদিন বিকাল ৩টার মধ্যে কার্যকরী কোনো সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা আসার কথা জানায় তারা।
তাদের চার দফা দাবিগুলো হলো:
বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে।
উল্লেখ্য, রোববার চার দফা দাবিতে লংমার্চ নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হওয়া মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষাভবনের সামনে ওই ঘটনা ঘটে।
এমএস
সরকারী কর্মকমিশনের (পিএসসি) নবনিয়োগপ্রাপ্ত সদস্য একেএম আফতাব হোসেন প্রামাণিক শপথ গ্রহণ করেছেন।
৪ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ও বনানীতে পৃথক ঘটনায় দুই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
১৯ মিনিট আগেনতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে
৩২ মিনিট আগেমাছ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের নদী ও সাগরে জেলেরা যেসব মাছ ধরে তা প্রাকৃতিক। এই মাছগুলো আমরা যদি রক্ষা না করি তাহলে আগামীতে মাছ পাবো না। তাই মাছ ধরা নিষিদ্ধ সময়ে আইন মানতে হবে। আইন মানলে প্রকৃতপক্ষে লাভবান হবে জেলেরা।
১ ঘণ্টা আগে