সিলেট নগরীর কয়েকটি এলাকায় সোমবার (২৯ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সমিটার সংরক্ষণ ও সংস্কার, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সরবকরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডারের আওতাধীন কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, জেল রোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
একই দিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি রাজবাড়ি ফিডারের আওতাধীন মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদীপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবেনা।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাধীন টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, সিলেট সরকারি কলেজ, মালুয়া হাউস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

