বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে শুরুটা দারুণ করেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে দলীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তার ব্যাট থেকে। এমন ছন্দের পর শান্তকে নিয়ে হওয়া সমালোচনাকে একরকম ভুল বলেই দাবি করেন রাজশাহীর সহকারী কোচ রাজিন সালেহ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমনটি বলেছেন তিনি।
সিলেটে বিপিএল শুরুর আগের দিন ব্যাটিং অনুশীলন শেষে নাজমুল হোসেন শান্ত মজা করেই বলছিলেন, ‘বাড়তি আত্মবিশ্বাস পেয়ে যাচ্ছি।’ কথাটা মজার ছলে বললেও বিপিএল শুরুর পর থেকে তার ব্যাটে আসছে রান। দুই ম্যাচেই দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। প্রথম দুই ম্যাচে ১৩৮ করার সুবাদে তাকে ঘিরে শুরু হয়েছে হাজারো প্রশংসা। অথচ আগের আসরেই ছিলেন পুরো ফ্লপ। পাঁচ ম্যাচে তার ব্যাটে এসেছিল মোটে ৫৬ রান। তাতে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তার বাদ পড়া একদম নিয়তিই হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন। হারান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব।
দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং করে রান পাওয়া সমালোচকদের জবাব দিচ্ছেন ব্যাট হাতে। মুখে এখনো সমালোচকদের জবাব না দিলেও তার হয়ে কথা বলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের সহকারী কোচ রাজিন সালেহ। তিনি বলেন, ‘শান্তর যে সহজাত খেলাটা… ওকে নিয়ে যেভাবে সমালোচনা হয়, এটা নিতান্তই ভুল, তা সে প্রমাণ করেছে। ও সহজাতভাবেই খেলছে এবং পারফর্ম করছে।’
রাজশাহীর হয়ে শান্ত ছন্দে থাকলেও প্রথম দুই ম্যাচে টপ অর্ডার করতে পারেনি নিজেদের কাজ। তাতে খানিকটা হতাশ থাকলেও এখনই আশা ছাড়ছেন না তিনি। এ নিয়ে রাজিন বলেন, ‘টপ অর্ডার আমাদের একটু ভেঙে পড়ছে। ওখান থেকে কিছু অবদান এলে আমাদের জন্য ভালো হতো। আমি মনে করি, তামিম (তানজিদ হাসান) আছে আমাদের পারফরমার, ও পারফর্ম করবে। আমরা মুখিয়ে আছি ওর পারফরম্যান্সের জন্য।’
এছাড়া রাজশাহী স্কোয়াডে আছে বড় বড় নাম। ফলে আকবর আলী-জিসান আলমরা সুযোগ পাচ্ছেন না একাদশে। এ প্রশ্নের জবাবও দেন রাজিন সালেহ। তার কথায়, ‘আমাদের যারা বাইরে বসে আছে, প্রত্যেক ক্রিকেটারই পারফরমার। ঘরোয়া ক্রিকেটে ওরা সবাই পারফরমার। অবশ্যই আকবর ভালো ক্রিকেটার। তবে আমাদের টিম কম্বিনেশনে যেভাবে চিন্তাভাবনা করা হয়, সেভাবেই দল গড়া হয়। আমরা তো ক্রিকেটারদের কথা চিন্তা করি না, দলের চিন্তা করি। দলের যে পরিস্থিতি আসে, সেভাবেই দল গড়ি।’
এমন দারুণ ছন্দে থাকা দল নিয়ে আজ সন্ধ্যায় প্রথম দুই ম্যাচে হারা নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এবারের আসরে রংপুর আজ খেলতে নামবে নিজেদের প্রথম ম্যাচ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

