২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১২: ১৯
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৮: ৩০

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ২০ জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এসময় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এছাড়া এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত