ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে রিপাবলিকান আইনপ্রণেতাদের ভোট

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০: ১৮

পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে একের পর এক অপ্রত্যাশিত কাজ করে গেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে তিনি উচ্চহারে শুল্কারোপ শুরু করেন। এতে বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ে। এরই ধারাবাহিকতায় তার শুল্কনীতি বাতিলের দাবিতে আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রেজুল্যুশন পাস হয়েছে। খবর গার্ডিয়ানের।

মার্কিন সিনেটে মোট আসন ১০০টি। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রেজুল্যুশনটি সিনেটে ভোটের জন্য উত্থাপন করা হয়। ৫১ জন আইনপ্রণেতা সেটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ৪৭টি। বাকি দুজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

বিজ্ঞাপন

রেজুল্যুশনটি পাসের পক্ষে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিদের সঙ্গে ভোট দিয়েছেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির চারজন আইনপ্রণেতা। তারা হলেন কেন্টাকি অঙ্গরাজ্যের সিনেটর র‌্যান্ড পল ও মিচ ম্যাককোনেল, আলস্কার সিনেটর লিসা মুরকৌস্কি, মাইন অঙ্গরাজ্যের সিনেটর সুসান কলিন্স।

ট্রাম্পের কোনো নীতির বিরুদ্ধে আনা প্রস্তাবে তার দল রিপাবলিকান পার্টির কোনো আইনপ্রণেতা ভোট দিয়েছেন, এমন ঘটনা বিরল। গত ২০ জানুয়ারি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম রিপাবলিকান পার্টির চারজন আইনপ্রণেতা তার শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিলেন।

সিনেটে ভোটাভুটির পর ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট সদস্য ও ডেমোক্রেটিক পার্টির নেতা টিম কাইন বলেন, আমরা আশা করছি প্রেসিডেন্ট ট্রাম্প তার শুল্কনীতি বাতিল বা স্থগিতের ব্যাপারটি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করবেন। কারণ এই শুল্কনীতি নিয়ে তার দল রিপাবলিকান পার্টির মধ্যেই আপত্তি আছে। আজকের ভোটাভুটি তার প্রমাণ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত