দেশে আর কোন ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না: শিল্প উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২২: ২৯

জাতীয় গৃহায়ন ও গণপূর্ত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে যেন আর কোন ফ্যাসিবাদ মাথা তুলতে না পারে সেজন্য যাত্রাবাড়ীর বিপ্লবীদের দরকার হলে আবারও মাথা তুলে দাঁড়াতে হবে। গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেকে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত নির্যাতনের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়িতে প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন।

বিজ্ঞাপন

শিল্প উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদের প্রথম গণহত্যা শুরু হয়েছিল শাপলা চত্বর থেকে এরপর যখনই প্রতিবাদ হয়েছে তখনই গণহত্যা সংঘটিত হয়েছে। আর কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত