সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনের (ইসি) যে প্রতিশ্রুতি, সেটিতে সংস্থাটি অটল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বুধবার নির্বাচন ভবনে বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর সহায়তা কামনা করেন তিনি।
সিইসি বলেন, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে আমাদের যে প্রতিশ্রুতি, সেটিতে আমরা অটল। তবে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে।
এএমএম নাসির উদ্দিন বলেন, আমাদের প্রধান উপদেষ্টা উৎসব মুখর নির্বাচনের কথা বলেন। আপনারা (রাজনৈতিক নেতারা) নির্বাচনের মূল প্লেয়ার। আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনাদের সহযোগিতা নিয়ে এগুতে চাই। আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছি। আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। নিরপেক্ষ, সুন্দরভাবে করতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে। দল, ভোটার সবাইকে নিয়েই নির্বাচন করতে হবে।
তিনি বলেন, গত দুই-তিনটা নির্বাচনে দেখেছি ভোটাররা আসতে চায় না। আপনারা চাইলেই আসবে। ভোটাররা আপনাদের দ্বারা প্রভাবিত হন। আপনার আহ্বান তারা নেবেন। আপনার যে ডাক দেবেন সেটির আওয়াজ অনেক বড়। ইমপ্যাক্ট অনেক বেশি হবে। জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোটকেন্দ্রে এলে কিন্তু ভোটকেন্দ্র দখল, ভোটবাক্স দখল করতে পারবে না। কাজেই জনগণকে ডাক দেওয়ার ভূমিকা প্রত্যাশা করি।
সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন।

