গাজীপুরের বাঘেরবাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানার আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন বেলা তিনটার দিকে নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, ধোয়া দেখতে পেয়ে তাতক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরো ৭টি ইউনিট। আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পড়ার আসংকায় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী মো. মামুন জানান, কারখানার কয়েল ক্যামিকেলের দুটি গুদাম ও কারখানার অফিস আগুনে পুড়ে গেছে। বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

