সন্ধ্যায় জাতীয় জাদুঘরে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১২: ২৯
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১২: ৩৪

রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’র প্রিমিয়ার শো হবে আজ। সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এই শো অনুষ্ঠিত হবে। জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত এ প্রামাণ্যচিত্রটির আয়োজন করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তথ্যচিত্রটির প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত