আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেলিনরের প্রতিবেদন

মোবাইলে এআই ব্যবহার করেন প্রতি ১০ জনের ৯ জন

স্টাফ রিপোর্টার

মোবাইলে এআই ব্যবহার করেন প্রতি ১০ জনের ৯ জন

কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারও দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। গবেষণায় অংশ নেওয়া ১০ জনের মধ্যে ৯ জন জানিয়েছেন, তারা মোবাইল ফোনে এআই টুল ব্যবহার করেন।

প্রতি ১০ জনে আট জন মনে করেন, ভবিষ্যতে শিক্ষাখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বড় পরিবর্তন আনবে। বিশেষ করে অনলাইন শিক্ষা, মোবাইল ওয়ালেট এবং গতিবিধি পর্যবেক্ষণের মতো সেবা ব্যবহার করে মানুষ আরো স্মার্ট জীবনধারায় অভ্যস্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ডিজিটাল লাইভস ডিকোডেড (বাংলাদেশ)’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টেলিনর এশিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, ডিজিটাল ক্ষেত্রে বাংলাদেশকে দক্ষ করে তোলা এবং অর্থনৈতিক অগ্রগতির পূর্বশর্ত হচ্ছে মোবাইল সংযোগ। মানুষের হাতে সংযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা যেন নিরাপদ ও দায়িত্বশীল হয়ে মোবাইল প্রযুক্তি ব্যবহার করেন, সেদিকটি নিশ্চিত করাটা আমাদের সম্মিলিত অগ্রাধিকার হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনীষা ডোগরা বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বাংলাদেশের বিভিন্ন খাতে রূপান্তর ঘটাতে এবং বিপ্লব আনতে সহায়ক মোবাইল প্রযুক্তি। টেলিনর এশিয়া, গ্রামীণফোন একসঙ্গে বাংলাদেশে মোবাইল সংযোগের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপনে সহায়তা করতে পেরে গর্বিত। আমরা আনন্দিত, মোবাইল প্রযুক্তি দেশজুড়ে আরো মানসম্মত ডিজিটাল জীবনধারার বিকাশ ঘটিয়েছে, যেমনটি জরিপে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দেখা যায়।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, আমরা ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছি, যেন সবাই ডিজিটাল পরিমণ্ডলে নিরাপদে বিচরণ করতে পারেন।

অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন, গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি ম্যানেজমেন্ট ইমতিয়াজ শফিক ও জনসংযোগ কর্মকর্তা অংকিত সুরেকা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন