সংবাদ সম্মেলনে ইসি সচিব

ভোটের মাঠে থাকবে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৬: ১৭
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৬: ৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য, দেড়লাখ পুলিশ সদস্য ও সাড়ে ৫ থেকে ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংসদ নির্বাচনে ভোটে আগে-পরে ৮ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনী থেজে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো উদ্বেগের কথা জানানো হয়নি বলেও জানান তিনি।

ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলাবাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে চার নির্বাচন কমিশার, ইসি সচিব উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত