এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমেছে। আজ বৃহস্পতিবার রিজার্ভ থেকে আকুর বিল বাবদ ১.৫৩ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এর ফলে মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩২.৪৩ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৭.৮৪ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭ জানুয়ারি মোট রিজার্ভ ছিল ৩৩.৭৮ বিলিয়ন ডলার। একই দিনে বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৯.১৮ বিলিয়ন ডলার।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে হওয়া আমদানি-রপ্তানির মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।
আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
গত নভেম্বর-ডিসেম্বর—এই দুই মাসের আকু বিল পরিশোধের পর দেশের রিজার্ভ কমেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

