সাবেক উপদেষ্টা এ এম এম শওকত আলী আর নেই

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ১৪

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে ফারাহাত শওকত।

তিনি আমার দেশকে বলেন, বছর দুয়েক আগে শওকত আলী স্ট্রোক করেন। এরপর থেকে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত