বিচারপতি আবদুর রউফের জানাজা সোমবার জাতীয় ঈদগাহে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৩

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের প্রথম নামাযে জানাজা রোববার বাদ আসর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের বিপরীতে গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা সোমবার বাদ জোহর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় নামাজে জানাজা সোমবার বাদ মাগরিব তার নিজ গ্রাম ময়মনসিংহের দাপুনিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ রোববার আধাবেলা বন্ধ রাখা হয়।  

বিজ্ঞাপন

আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ রোববার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ ইনসাফ আল বারাকা হসপিটালে ইন্তেকাল করেছেন।  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জানান, সাবেক বিচারপতি আবদুর রউফের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলেছে। এরপর বিচারিক কার্যক্রমসহ দৈনিক চেম্বার কোর্টের শুনানি কার্যক্রম বন্ধ থাকে।

বিচারপতি মোহাম্মদ রউফ অবসরের পর অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত