আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১১: ৫১
আপডেট : ০৯ জুন ২০২৫, ১২: ২১
ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে তাকে গ্রেপ্তার করা হয়নি। সোমবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের বড় ঘটনার খবর পাওয়া যায়নি, তাই প্রত্যাশা পূরণ হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত