গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৬: ৩১
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২১: ২৫

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালন করেছে তৌহিদি ছাত্র-জনতা।

বিজ্ঞাপন

সোমবার ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচি পালন করে।

rrc

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার দুপুর সোয়া ১২টায় ক্যাম্পাসের বিভিন্ন দিক থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজুতে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ 2

গাজায় ইসরাইলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। একইসাথে সংহতি জানিয়ে ৩০টির অধিক বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ 3

গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। দুপুরে তৌহিদী ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

বিক্ষোভ 4

গাজায় ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ময়মনসিংহে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর টাউন হল মোড়ে সর্বস্তরের মানুষ অবস্থান নিয়ে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—"ইসরাইলি বর্বরতা বন্ধ কর", "ফিলিস্তিনের মুক্তি চাই"—এভাবেই গর্জে ওঠে নগরবাসী।

গাজা উপত্যকার বাতাসে এখন হাহাকার ও আর্তনাদ। ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। এমন চিত্রে প্রতিবাদে মুখর বিশ্ব। এরই ধারাবাহিকতায় গাজায় চালানো বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ করে পাবনার জনগণ। বেলা ১১টার দিকে শহরের শহীদ চত্বরে তারা বিক্ষোভ করে।

নোয়াখালী

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে নোয়াখালী জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা হেফাজতে ইসলাম, খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন।

সোমবার সাড়ে ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে জেলার প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করে তারা। এতে সাধারণ মানুষকেও জড়ো হতে দেখা যায়। এ সময় সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ করে উগ্রবাদী ইসরাইলী নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানায়।

দুপুর দু’টায় নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা আমির মাওলানা নেজাম উদ্দিন, নায়েবে আমির মাওলানা সিদ্দিক আহমেদ নোমান, নায়েবে আমির মাওলানা আলমগীর আল-আমান, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম আমিনি, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাজী জহিরুল ইসলাম, মাওলানা ইমরান নোমানী প্রচার সম্পাদক প্রমূখ।

একই দাবিতে দুপুরে নোয়াখালীর বাণিজ্যিক নগরী চৌমুহনীতে খেলাফত মজলিস ও যুব মজলিস চৌমুহনী শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, যুব মজলিসের সাবেক জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ, খেলাফত মজলিস বেগমগঞ্জ উপজেলা পূর্ব সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুস, শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আবুল হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মিছিলটি চৌমুহনী পাবলিক হল থেকে শুরু করে ঢাকা সোনাপুর সড়কের চৌরাস্তায় প্রদক্ষিণ করেন।

অপরদিকে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ নোয়াখালীর বিভিন্ন ইসলামী দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে এ মিছিল বাহাদুর শাহ পার্ক ঘুরে রফিক ভবনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ; ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ; ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ; ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

চাঁদপুর

হামাসের দাবীর সাথে (No Work, No School) সহমত জানাতে চাঁদপুরের হাইমচরে হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘সম্মিলিত ওলামা-মাশায়েখ, হাইমচর’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর আলগী বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আ. হালিম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর

গাজায় নিরীহ ফিলিস্তিনী জনগণের উপর নির্বিচারে ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখা এই বিক্ষোভ কর্মসুচির আয়োজন করে।

বকশীগঞ্জ

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বকশীগঞ্জ

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্তরের জনগণ ও তৌহিদি জনতার উদ্যোগে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে। মিছিলে স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে রাজপথ।

বিক্ষোভ মিছিলে ইসরাইলের বিতর্কিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফাঁসি দিতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও ইসরাইলের সকল পণ্য ব্যবহার বর্জনের ঘোষণা দেন বক্তারা।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরপয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় তারা ফিলিস্তিন রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা, বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানো, ইসরাইলী পণ্য বর্জনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করেছেন সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর, ভানুগাছ, পতনঊষার, মুন্সীবাজার, আদমপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয়।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে জামতলা মেড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সর্বস্তরের মুসলিম জনতার ব‍্যানারে এই কর্মসূচী পালিত হয়।

নীলফামারী

নীলফামারী সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ, র‌্যালি ও মুনাজাত করেছেন সর্বস্তরের মানুষ। সোমবার যোহর নামাজের পর স্থানীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। সৈয়দপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ সমাবেশ বিএনপি,

জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, শিক্ষক, শিক্ষার্থী, আলেম সমাজ, ব্যবসায়ীসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শহরের স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিল।

খুলনা

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়েছেন হাজারও মানুষ। বিভিন্ন সংগঠনের ব্যানারে ৩টা থেকে তারা শিববাড়ি মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের শ্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। অনেকেই ফিলিস্তিনী শিশুদের প্রতীকী লাশ বহন করেন। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বান জানান।

এর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শিববাড়ি মোড়ে এসে জমায়েত হয়। এরপর সেখানে সমাবেশ করে তৌহিদি জনতা। এতে হাজার হাজার ধর্মপ্রাণ নারী, পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়। বিক্ষোভকারীরা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই, জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ইউ হু আই হু, প্যালেস্টাইন প্যালেস্টাইন, ইসরায়েলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছে রে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইজরায়েলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

নীলফামারী

প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সৈয়দপুর; সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ, র‌্যালি ও মুনাজাত করেছেন সর্বস্তরের মানুষ। যোহর নামাজের পর স্থানীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। সৈয়দপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ সমাবেশ বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, শিক্ষক, শিক্ষার্থী, আলেম সমাজ, ব্যবসায়ীসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন।

পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার ইসলামী দলগুলো। দুপুর ২টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে তাদের সাথে যোগ দেন সাধারণ মানুষও। বিক্ষোভ মিছিলে-নারায়ে তাকবীর আল্লাহু আকবর; ফিলিস্তিন জিন্দাবাদ; আল-জিহাদ,আল জিহাদ; দুনিয়ার মুসলিম এক হও এক হও;

ইসরাইলের পণ্য বয়কট বয়কটসহ বিভিন্ন শ্লোগানে রাজপথ প্রকম্পিত হয়।

কুমিল্লা

ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে, মজলুম গাজ্জাবাসী আহুত হরতালের সমর্থনে বিকাল ৩ টায় কুমিল্লার মেঘনা মানিকারচর হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

চট্টগ্রাম

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পাহাড়ী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা। গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুনরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মাটিরাঙ্গায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। এসময় ফিলিস্তিনে মানুষ মরে-জাতিসংঘ কি করে, মুসলমানের রক্ত-বৃথা যেতে দেব না -স্লোগানে উত্তাল হয়ে উঠে মাটিরাঙ্গার জনপদ।

বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি

হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ

সারা দেশের ন্যায় চন্দনাইশ উপজেলার দু’টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সোমবার ৭ এপ্রিল নো ওয়ার্ক নো ক্লাস চলছে। সারাদেশে রোববার গতরাতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থী। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ উপজেলার বরমা মেনকা এাহি উচ্চ বিদ্যালয়ের সামনে, ও দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টারের সামনে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করেন। এছাড়া গাজার হামলা বন্ধের দাবিতে একই কমসুচিতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন মসজিদের মুসল্লিরা।

কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা৷

আসরের নামাজের পর স্টেশন মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামীদল, ইমাম-উলামা, শিশু ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতশত সাধারণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

একইদিন উপজেলার থাইংখালী, বালুখালী, পালংখালী ও কোটবাজার স্টেশনও মাগরিবের নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত