রথযাত্রা সফল করায় কৃতজ্ঞতা জানিয়েছেন ইসকন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১১: ১২

শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজ'র পবিত্র রথযাত্রা উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের রথযাত্রা উৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই মহান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগকে কৃতজ্ঞতা জানান।

এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, দেশ-বিদেশের গণমাধ্যম, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং সর্বোপরি দেশের সাধারণ জনগণ যেভাবে সহযোগিতা ও সমর্থন প্রদান করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের সকলের অবদানের কারণেই রথযাত্রা একটি নিরাপদ, সুন্দর ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয়েছে।

ইসকন বাংলাদেশ আশাবাদী যে, এ ধরণের ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

বিষয়:

রথযাত্রা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত