বোমা হামলার হুমকিতে বিমানের জরুরি অবতরণ, সতর্কতা জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০: ৩১
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৩: ১৭
ছবি: সংগৃহীত

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। অপরিচিত একটি নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার বাংলাদেশ সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাওসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত