উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালে দেশের ভেতর ও বাহির থেকে আক্রমণ আসতে পারে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৭: ১৮
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৭: ৫৬

ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালে চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়ঝাপ্টা থাকুক, আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতিমূলক উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে বাহিরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানারকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে। যেন ছড়াতে না পারে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন সুন্দর উৎসব মুখ করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা না হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, ইলেকশন কমিশন এবং কালচারাল মিনিস্ট্রিকে আরো যত টিভিসি, ডকুমেন্টারি বা আরো ভিডিও যত তৈরি করা যায় এবং এটা যেন খুব দ্রুত ইউটিউব এ বা সোশ্যাল মিডিয়াতে আসে, সবাই যেন এটা দেখে নিজেরাই  অনেক ক্ষেত্রে প্রিপার হতে পারে, তার নির্দেশ দিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ঢাকা–বেইজিং সম্পর্ক তৃতীয় কারো নির্দেশনায় পরিচালিত হবে না: চীনা রাষ্ট্রদূত

জুলাই সনদের প্রথম প্রস্তাবে একমত এনসিপি, সরকার সাড়া দিলেই স্বাক্ষর

হাই-লাইন ডিফেন্স প্রশ্নে চটেছেন বাটলার

প্রতিশ্রুত পুরস্কার বুঝে পেlল নারী ফুটবল ও হকি দল

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত