হাই-লাইন ডিফেন্স প্রশ্নে চটেছেন বাটলার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২০: ১০

ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপে নাম লেখানো বাংলাদেশ নারী দল জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিশ্রুত অর্থ পুরস্কার পেয়েছে। আজ ক্রীড়া পরিষদের এই পুরস্কার বুঝে পাওয়ার পর হাই-লাইন ডিফেন্স নিয়ে প্রশ্ন করা হলে রীতিমতো চটে যান নারী দলের কোচ পিটার বাটলার।

কদিন আগে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে নিজেদের অর্ধে সেন্টার হাফের কাছে ডিফেন্স লাইন ধরে রাখেন এই ইংলিশ কোচ। তাতে প্রতিপক্ষের ফরোয়ার্ডরা ডিফেন্ডারকে সহজে পরাস্ত করে একের পর এক গোল উৎসবে মেতেছে। অতীতেও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন কৌশল অবলম্বন করে সমালোচনার মুখে পড়েন বাটলার। তবে হাই-লাইন ডিফেন্সে কোনো ধরনের ভুল দেখছেন না এই কোচ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনি পছন্দ করেন আর না করেন, এখানে হাই-লাইন ডিফেন্স থাকবেই। এটা পরিবর্তন করা যাবে না; তবে পরিবর্ধন করা যাবে। এশিয়ান কাপ বাছাই, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ, এশিয়ান কাপ, সাফে হাই-লাইন ডিফেন্সে খেলেই সফল হয়েছে দল।’

বাটলার আরো বলেন, ‘বিশেষ করে থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে খেললে গোল হজম করাটা স্বাভাবিক। আপনারা প্রায়ই ভুলে যান, আমরা প্রতিটি ম্যাচ খেলি বাইরে, দেশে নয়। ঢাকায় খেলতে না পারার কারণে প্রতিপক্ষের মাঠে অনেক কষ্ট করতে হয়। শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মাঝে বড় ব্যবধানে হারাটা বাস্তবতা। আমি বাস্তববাদী। জয় থেকে যতটা শেখা যায়, তার চেয়ে অনেক বেশি শেখা যায় হার থেকে। কারণ, জয় অনেক সময় দুর্বলতাকে ঢেকে দেয়। কিন্তু সত্যিটা হলো গোল তো সব দলই খায়। এটা ফুটবলেরই অংশ।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত