দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হার মেনেছে বাংলাদেশ। এ নিয়ে টানা দুই ম্যাচ হেরে সিরিজটাই হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-০ এগিয়ে রইল সফরকারী ক্যারিবীয়রা।
শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু সমীকরণটা মেলাতে পারেনি বাংলাদেশ। স্পিনার আকিল হোসেনের বলে একটি বাউন্ডারিও মারতে পারেননি দেশের ক্রিকেটাররা। উল্টো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন রিশাদ হোসেন আর নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে গুটিয়ে গেছে ১৩৫ রানে।
শুরুটা ভালো না হলেও ক্রিজের এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। ফিফটি হাঁকিয়ে ফেরেন এ তারকা ওপেনার। তার ব্যাট থেকে ৪৮ বলে সমান ৩টি করে বাউন্ডারি ও ছক্কায় আসে ৬১ রান। আর ক্যাপ্টেন লিটন দাস দলীয় স্কোরে যোগ করেন ২৩ রান। তাতে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন রোমারিও শেফার্ড ও আকিল হোসেইন। দুটি উইকেট পেয়েছেন জেসন হোল্ডার।
১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ১০৫। সেখান থেকে ১২তম ওভারে টানা দুই বলে দুই উইকেটের সঙ্গে খেই হারিয়ে ফেলে শাই হোপের দল। আর সেখান থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদরা। তাতে ৪৪ রান তুলতেই আরও ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। শেষের বোলিং জাদুতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫০।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই উইকেট হারায়। ব্রেন্ডন কিংয়ের উইকেট নেন তাসকিন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে উইন্ডিজ যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে রান দুইশ ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। ১১ ওভারে ১ উইকেটে ১০৫ রান তুলে সেই পথে অনেকটা এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু ১২তম ওভারে নাসুমের বলে টানা দুই উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে দলটি। শেষ ৯ ওভারে মাত্র তারা মাত্র ৪৪ রান যোগ করতে পেরেছে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১৪৯/৯, ২০ ওভার (হোপ ৫৫, আথানজি ৫২, মোস্তাফিজ ৩/২১)।
বাংলাদেশ : ১৩৫/৮, ২০ ওভার (তানজিদ ৬১, লিটন ২৩, আকিল ৩/২২)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী।
ম্যাচসেরা : রোমারিও শেফার্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

