হংকং সিক্সেসে বাংলাদেশের নেতৃত্বে আকবর আলী

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২১: ০১
আকবর আলী

হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। নতুন এই মিশনকে সামনে রেখে আজ ৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। আসরটি এবার বসবে হংকংয়ের টিন কুয়ং রোড রিক্রেশন গ্রাউন্ডে। সিক্স-এ-সাইড টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ৭ নভেম্বর। ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে ৯ নভেম্বর।

বিজ্ঞাপন

টুর্নামেন্টটিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। হংকং সিক্সেস টুর্নামেন্টের শিরোপা এখনো অধরাই রয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। গত আসরে বাংলাদেশ খেলেছিল আসরের শেষ চারে। সেমিফাইনালে ওঠাই টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত দেশের ছেলেদের সেরা সাফল্য।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে নেতৃত্বে রেখে ঘোষিত দলে রয়েছেন আবু হায়দার রনি। টুর্নামেন্টে গত আসরেও খেলেছিলেন এ পেসার। রয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলমও। গত আসরে জিসান অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৬ গড়ে এনে দিয়েছিলেন ১৫২ রান। সঙ্গে ৪ ম্যাচে শিকার করেছিলেন ৬ উইকেট।

এবার দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। গত আসরে ৪ ম্যাচ খেলে ৩ উইকেট নেন এ পেস বোলিং অলরাউন্ডার। মোসাদ্দেক হোসেনও জায়গা পেয়েছেন দলে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন রাকিবুল হাসান। অন্য পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদকেও রাখা হয়েছে দলে।

হংকং সিক্সেস টুর্নামেন্টের অভিষেক হয়েছে ১৯৯২ সালে। এবার হতে যাচ্ছে টুর্নামেন্টের ২১তম আসর। টুর্নামেন্টে রেকর্ড পাঁচবার করে শিরোপা জিতেছে পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

শিরোপার জন্য এবারের আসরে খেলবে ১২টি দল। বাংলাদেশের গ্রুপে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও হংকং। দুদলকেই বাংলাদেশ মোকাবিলা করবে ৭ নভেম্বর। চার গ্রুপের সেরা দুটি দল টিকিট কাটবে শেষ আটে।

বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

বিসিবি

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত