১৩ টুর্নামেন্টেও শিরোপাহীন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২১: ০০

বড় আশা নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। কাঁড়ি কাঁড়ি টাকা আর আশার চেয়েও বেশি সুযোগ-সুবিধায় ইউরোপ ছেড়ে এশিয়ার দেশটিতে পাড়ি জমান পর্তুগাল তারকা। তবে ক্লাবটির আশার সিকিভাগও পূরণ করতে পারেননি পর্তুগিজ যুবরাজ। আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩ টুর্নামেন্টের ৩ ফাইনাল খেলেও শিরোপার ঘর শূন্য রোনালদোর! সবশেষ সৌদি কিংস কাপে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে গেছে আল নাসর।

আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ইত্তিহাদের হয়ে প্রথম গোলটি করেন রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থের এ সাফল্যের দিনে গোল পাননি আল নাসর তারকা। আল ইত্তিহাদ ১০ জনের দলে পরিণত হলেও সুবিধা করে উঠতে পারেনি আল নাসর। ইত্তিহাদের হয়ে অন্য গোলটি করেন হুসেম আওয়ার। আল নাসরের হয়ে এক গোল শোধ করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

বিজ্ঞাপন

রোনালদো আল নাসরে যোগ দিয়েছেন ২০২২ সালের ডিসেম্বরে, অভিষেক ২০২৩ সালের জানুয়ারিতে। ক্লাবটিতে ১০৩৪ দিন ধরে অবস্থান করছেন রোনালদো। এ সময়ের মধ্যে কেবল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন তিনি। তবে সেটি ফিফা স্বীকৃত টুর্নামেন্ট নয়। পর্তুগিজ কিংবদন্তি এ পর্যন্ত ক্লাবটির হয়ে ১৩টি অফিসিয়াল টুর্নামেন্টে অংশগ্রহণ করে তিনটি ফাইনাল খেলেও দলকে শিরোপা জেতাতে পারেননি। সৌদি প্রো লিগে সেরা সাফল্য দ্বিতীয় হওয়া। ঘরোয়া এই আসরে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় হয় আল নাসর।

এবারের মৌসুমে অবশ্য শিরোপা জয়ের দৌড়ে আছে তারা। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে অবস্থান করেছে আল নাসর। চলতি মৌসুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় বড় শিরোপা জয়ের মতো প্রো লিগই বাকি আছে। রোনালদোর লক্ষ্য সেদিকেই। কিংস কাপ থেকে বিদায় নেওয়ার প্রায় ঘণ্টাখানেক পর এক্স হ্যান্ডলে এই কিংবদন্তি লেখেন, ‘আমরা একসঙ্গে দৃঢ়তা নিয়ে দাঁড়াই, শিখি ও সামনে এগিয়ে যাই।’ এবার দেখার বিষয়, আল নাসর সামনে এগিয়ে শিরোপা জিততে পারে কি-না।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত