২০৩৪ বিশ্বকাপে ১১৪৮ ফুট উচ্চতায় ‘স্কাই স্টেডিয়াম’

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২: ০০

২০২৪ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজেদের জানান দিতে শুরু করেছে সৌদি আরব। ফুটবলের মহাযজ্ঞকে রাঙাতে প্রস্তুতির কোনো কমতি রাখতে চায় না আরব দেশটি। তারই অংশ হিসেবে তারা ১১৪৮ ফুট উচ্চতায় নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের প্রথম আকাশচুম্বী ফুটবল মাঠ ‘নিওম স্কাই স্টেডিয়াম’। এই স্টেডিয়ামটি মরুভূমির মাটি থেকে ৩৫০ মিটার তথা ১১৪৮ ফুট উঁচুতে নির্মিত হবে। ধারণা করা হচ্ছে, এটি পৃথিবীর সর্বোচ্চ ফুটবল অ্যারেনা হবে।

সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবের ভবিষ্যৎ নগর প্রকল্প ‘নিওম’-এর লিনিয়ার শহর ‘দ্য লাইন’-এর ভেতর তৈরি হবে এই স্টেডিয়াম। যার দর্শক ধারণক্ষমতা ধরা হয়েছে প্রায় ৪৬ হাজার। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। পুরো স্টেডিয়ামটিতে কৃত্রিমভাবে কোনো বিদ্যুৎ সরবরাহ করা হবে না, নবায়নযোগ্য জ্বালানিতে (সূর্য ও বায়ুশক্তি) পরিচালিত হবে এটি।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, স্টেডিয়ামে পৌঁছানোর জন্য থাকবে উচ্চগতির লিফট ও স্বয়ংক্রিয় পড ট্রান্সপোর্ট। যার মাধ্যমে দর্শকরা মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ পাবেন। এছাড়াও ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং উন্নত শব্দপ্রযুক্তি। বিশ্বকাপের পর এটি বহুমুখী ক্রীড়া ও বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। ভবিষ্যতে এটি নিওমভিত্তিক কোনো ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হতে পারে। এটি নির্মাণকাজ শুরু হবে ২০২৭ সালে এবং শেষ হবে ২০৩২ সালে। ফিফার অনুমোদন সাপেক্ষে, এই ভেন্যুতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত