ঝুলে রইল বাফুফের দেড় কোটি টাকা

প্রতিশ্রুত পুরস্কার বুঝে পেlল নারী ফুটবল ও হকি দল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২০: ০৭

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার পর নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সময়ে চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির নারী বিভাগে প্রথম ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশ। পদকজয়ী নারী হকি দলের জন্য ২১ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়। আজ প্রতিশ্রুত আর্থিক পুরস্কার বুঝে পায় নারী ফুটবল ও হকি দল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে চেক তুলে দেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

এশিয়ান কাপের বাছাইপর্বে নারী ফুটবল দলের খেলোয়াড়ের সংখ্যা ছিল ২৩ জন। তাদের সঙ্গে ছিলেন আটজন কোচিং স্টাফ ও কর্মকর্তা। মোট ৩১ জনের হাতে ৫০ লাখ টাকা তুলে দেওয়া হয়। অন্যদিকে, অনূর্ধ্ব-১৮ নারী হকি দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ফিজিওসহ ছিলেন ২১ জন। তাদের প্রত্যেকের হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ক্রীড়া উপদেষ্টা প্রতিশ্রুত অর্থ পুরস্কার বুঝে পেলেও এখনো বাফুফের দেড় কোটি টাকা ঝুলে রইল। সেই ২০২৪ সালে টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জয়ের পর নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল বাফুফে। কিন্তু সে অর্থের কোনো খবরই নেই! পুরস্কার না পেয়ে রীতিমতো হতাশ নারী দলের অধিনায়ক আফঈদা। এক বছর হয়ে গেলেও এখনো আশায় আছেন তিনি। বলেছেন, ‘বাফুফের টাকা দেওয়া হবে। আশা করি, আমরা শিগগির পাব।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত