ব্রাজিলে গ্যাংবিরোধী অভিযান

রিও ডি জেনেরিওর রাস্তায় পড়ে আছে ৪০ লাশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২: ০১

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে গ্যাংবিরোধী অভিযানে নিহত ৬৪ জনের মধ্যে ৪০ লাশ রাস্তায় পড়ে রয়েছে। ওই লাশগুলোর মধ্যে ৪ জন পুলিশ কর্মকর্তাও রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, মঙ্গলবার রিও ডি জেনেরিওতে এক ভয়াবহ অভিযান পরিচালনা করে পুলিশ। পরের দিন ভোরে শহরের পেনহা ফাভেলা কমপ্লেক্সের রাস্তায় ৪০টিরও বেশি লাশ পড়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিখোঁজ আত্মীয়দের খোঁজে বের হয়ে তারা রাস্তায় লাশগুলো শনাক্ত করেন এবং অনেকেই সেগুলো নিজের হাতে রাস্তার পাশে এনে রাখেন।

রিও ডি জেনেরিও কর্তৃপক্ষ জানিয়েছে, এ অভিযানটি শহরের ইতিহাসে সবচেয়ে বড় গ্যাংবিরোধী অভিযানগুলোর একটি, যার লক্ষ্য ছিল একটি প্রভাবশালী অপরাধী সংগঠন।

এই রক্তক্ষয়ী অভিযানটি এমন এক সময় হয়েছে, যখন রিও আসন্ন জাতিসংঘের জলবায়ু সম্মেলন (COP30), C40 মেয়র সম্মেলন এবং প্রিন্স উইলিয়ামের আর্থশট পুরস্কার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে বড় আন্তর্জাতিক ইভেন্টের আগে শহরটিতে অপরাধ দমনে এমন অভিযানের নজির রয়েছে। ২০১৬ সালের অলিম্পিক, ২০২৪ সালের G20 শীর্ষ সম্মেলন এবং জুলাই মাসে BRICS শীর্ষ সম্মেলন আয়োজনের আগেও পুলিশ অপরাধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে এমন বড় আকারের অভিযান পরিচালনা করেছিল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত