গোপালগঞ্জে চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৪: ৪৯
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৫: ৩১
ছবি: আমার দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে গণগ্রেপ্তার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী অযথা কাউকে হয়রানিও করছে না। সুনির্দিষ্ট মামলার চিহ্নিত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।

রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং জনমনে স্বস্তি বিরাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে কিছু দুষ্কৃতকারী কি পরিস্থিতি সৃষ্টি করেছিল সেটা টেলিভিশনগুলো সরাসরি দেখিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।

তিনি বলেন, সাংবাদিকরা এখন সরকারকে সব ধরনের প্রশ্ন করতে পারছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরাও এটিকে স্বাগত জানাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত