এ বছর ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) পালিত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সোমবার সচিবালয়ে পিআইডির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, আমরা দেখে আসছি রাজনীতিক শাসকরা তাদের রাজনীতির স্বার্থে নানাভাবে মেয়েদের ওপর জুলুম করে। যেমন কেউ জমি দখলের ক্ষেত্রে নারীদের প্রতি নির্যাতন করে সে পরিবারটিকে সরিয়ে দিয়ে জমিটা দখল করে নেই। আবার নির্বাচনকে নিজেদের আয়ত্তে আনতে অনেক সময় দেখা যায় একটা কমিউনিটির ওপরে আক্রমণ করে নারীদের ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজে নারীদের রক্ষা করতে হবে। শুধু মন্ত্রণালয়ের একার কাজ নয় সবাইকে সব সেক্টর থেকে এগিয়ে আসতে হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এ উপদেষ্টা।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, ঘরোয়া পরিবেশ, কর্মক্ষেত্র থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—সবখানেই নারী সহিংসতার শিকার হচ্ছেন। ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে-২০২৪’–এর তথ্য অনুযায়ী, শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি অনলাইনে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
এ বছরের প্রতিপাদ্য— ‘ইউনিট টু অ্যান্ড ডিজিটাল ভায়োলেন্স অল উইমেন অ্যান্ড গার্লস’। বাংলা প্রতিপাদ্য- ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।
আগামীকাল ২৫ নভেম্বর সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৬ দিনের কর্মসূচির উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, জাতিসংঘ সংস্থা, উন্নয়ন সহযোগী, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।

