দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৯: ৪৭
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২১: ০৬

বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়, ত্রুটি ঠিক করার পর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আবার শুরু হয়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আমার দেশকে মেট্রোরেল চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ডিএমটিসিএল সূত্র জানায়, আজ বিকেল ৫টার দিকে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারিতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো লাইনে থাকা ট্রেনগুলো আটকে গেলে দ্রুত তা ঠিক করার জন্য সংশ্লিষ্ট টিম কাজ শুরু করে। তবে সমস্যার সমাধান করে ট্রেন পুনরায় চলাচল শুরু করতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়।

এদিকে, স্টেশনগুলোতে যাত্রার অপেক্ষায় থাকা যাত্রীদের মেট্রোরেল চলাচল বন্ধের ঘোষণা কর্তৃপক্ষ জানালেও ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। অনেক যাত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে ভোগান্তির কথা তুলে ধরে পোস্ট দেন। অনেক যাত্রী যথারীতি স্টেশনে গিয়ে ট্রেন চলাচল বন্ধ শুনে ফিরে আসেন। তবে সাপ্তাহিক ছুটির হওয়ায় শনিবার যাত্রীদের চাপ তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর শেওড়াপাড়া থেকে বিজয় সরণি পর্যন্ত বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। লাইন থেকে ট্রেনে বিদ্যুতের সঞ্চালনে (ওসিএস) সমস্যা হওয়ায় এ ঘটনা ঘটে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত