এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধি

সর্বনিম্ন পাবেন ২০০০ টাকা, জানা গেল সর্বোচ্চ কত?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১: ৪৯
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ৪৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই হিসেবে সর্বনিম্ন বাড়ি ভাড়া হবে ২০০০ টাকা; আর চতুর্থ গ্রেডের একজন শিক্ষকের মূল বেতনের ৫০,০০০ টাকার ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া বাবদ ২৫০০ টাকা হবে। এটিই হবে সর্বোচ্চ।

তবে বাড়ি ভাড়া ন্যূনতম ২০০০ টাকা বিবেচনায় ১২ শতাংশের বেশি হারে বাড়ি ভাড়া ভাতা পাবে ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারী; ৯ শতাংশের বেশি হারে পাবেন ৭৫ শতাংশ শিক্ষক কর্মচারী; ৮.৭ শতাংশের বেশি হারে পাবেন ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী। এই আদেশ আগামী ১ নভেম্বর ২০২৫ হতে কার্যকর হবে।

বিজ্ঞাপন

রোববার উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়—সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হয়েছে।

এদিকে বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান করে আন্দোলন করছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের তিনটি দাবি ছিলো—মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত