জুলাই ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩: ১০

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ৬ দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

বিজ্ঞাপন

শনিবার বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন দুটির যৌথ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার থেকে ঘোষণাপত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো দৃশমান উদ্যোগ নেয়নি। তাই আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ করা হবে।

তিনি বলেন, আমরা সরকারকে এ বিষয়ে তৎপর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের কাছে জুলাই ঘোষণাপত্রের ড্রাপট রেডি আছে, সরকার চাইলে আমরা সহযোগিতার জন্য প্রস্তুত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত