এনসিপি ছাড়লেন সাবেক দুই সেনা কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২২: ০৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক দুই সেনা কর্মকর্তা। তারা হলেন- দলটির যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে জানতে চাইলে আব্দুল্লাহ আল মাহমুদ তার নিজের ও মোহাম্মদ সালাহউদ্দিনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আমার দেশকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ সমালোচনার উর্ধ্বে নয়। সেটা হোক ব্যক্তি কিংবা কোনো বাহিনী বা সংস্থার বিরুদ্ধে। কিন্তু খুব বাজেভাবে কথাবার্তা হচ্ছে। দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেও সাড়া পাওয়া যায়নি। আমি আর্মি থেকে এসেছি। ব্যক্তি নিয়ে কথা বললে গায়ে লাগে না। কিন্তু ইউনিফর্মকে যখন অপমান করে আপত্তিকর কথা বলা হয় তা দুঃখজনক।

পদত্যাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাসদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, রাজনীতি ও নির্বাচনের বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি (আব্দুল্লাহ আল মাহমুদ) এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি গাজীপুর-৩ আসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি, যেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার নাম উঠে এসেছে। আসন্ন নির্বাচনে আমার ভূমিকা নিয়ে আমি যথাসময়ে সিদ্ধান্ত নেবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত