আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন কার্যালয়ে আগুন ও হাদির ঘটনা পর্যবেক্ষণ করছে ইসি

স্টাফ রিপোর্টার
নির্বাচন কার্যালয়ে আগুন ও হাদির ঘটনা পর্যবেক্ষণ করছে ইসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা ও লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুনের ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলছে, দুটি ঘটনাই তদন্তাধীন। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, কে বা কারা এসব ঘটনার সঙ্গে জড়িত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

রহমানেল মাছউদ বলেন, কমিশন এই মুহূর্তে সমস্ত সিচুয়েশন অবজার্ভ করছে। এই স্পেসিফিক ঘটনা একটা তদন্তাধীন ব্যাপার। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক, কে বা কারা জড়িত ছিল।

আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, আপনারা (সাংবাদিক) হয়ত এইটা মনে করবেন যে, যেহেতু তফসিলের পরপরই গুলির ঘটনা ঘটেছে এবং উনি একজন সম্ভাব্য প্রার্থী; কাজেই এটা হয়ত বা নির্বাচনের পরিবেশকে বা নির্বাচনকে ভন্ডুল করার একটা প্রচেষ্টা হতে পারে। এটা আপনাদের মত। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে এখন কোনো কিছু বলব না। আমরা বলব, তদন্ত করে দেখা হোক। কে বা কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল। এটা যদি বের হয়, তাহলেই আমরা আমাদের প্রতিক্রিয়া বলব।

এ নির্বাচন কমিশনার বলেন, আর সাধারণভাবে যদি প্রতিক্রিয়া জানতে চান, আমরা আপাতত এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে পারি।

কমিশনারের এ মন্তব্যের পর সাংবাদিক আবার জানতে চেয়েছিল, আপনি যখন বিচ্ছিন্ন ঘটনার কথা বলছেন, তখন কিন্তু লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জবাবে রহমানেল মাছউদ বলেন, আমরা বিষয়টি জানি। এখন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কী বলব? এই মুহূর্তে আমরা নির্বাচন করার জন্য একেবারে বদ্ধপরিকর।

জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে আজ শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেছেন তিনি। দলগুলোর নেতারাও প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ষড়যন্ত্র ঠেকাতে তারা দ্বন্দ্ব ভুলে এক থাকবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ টেনে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আজকে রাজনৈতিক দলগুলো নিয়ে বসছেন এবং আইনশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত, তাদেরকে নিয়েও বসছেন। উনারা নিশ্চয় নির্দেশনা দেবেন।

আপনাদের পক্ষ থেকে পুলিশের জন্য কোনো নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্নে এ নির্বাচন কমিশনার বলেন, পুলিশের সঙ্গে কথা হতে পারে। কিন্তু এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো কথা আমরা কারও সঙ্গে বলিনি। আমার জানা মতে বলেনি।

পুলিশ এখন আপনাদের নিয়ন্ত্রণে। এ কথা বলার পর কমিশনার রহমানেল মাছউদ বলতে থাকেন, আমাদের কাছ থেকে এই বার্তা সবসময় আপনাদের মাধ্যমে আমরা দিয়ে আসছি, নির্বাচনের পরিবেশ ভন্ডুল করতে পারে বা নির্বাচনের এই যাত্রাকে কেউ ভঙ্গ করতে পারে, এই ধরনের কোনো অশুভ বা অন্য কেউ যদি কোন ঘটনা ঘটায়, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পদক্ষেপ নেবে।

ওসমান হাদির ওপর গুলি এবং লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে আগুনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। সামনে নির্বাচন, সামাজিক মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করবেন কীভাবে-এমন প্রশ্নে রহমানেল মাছউদ বলেন, সোশ্যাল মিডিয়া একটা চ্যালেঞ্জ। এ প্রবলেম শুধু আমাদের জন্য না, একটা গ্লোবাল প্রবলেম। আমরা নতুন আইনে আরপিওতে একটা সেকশন ঢুকিয়ে দিয়েছি। সাইবার ক্রাইম বাংলাদেশে প্রচলিত। কিন্তু নির্বাচনের পরিবেশকেই নির্বাচনকে ঘিরে যদি কেউ ডিজিনফরমেশন বা মিসইনফরমেশন বা এআই জেনারেটেড কিছু মিথ্যা তথ্য বা এসব যদি প্রচার করে, তাহলে তাকে বা তাদের শাস্তি তাকে দেওয়া যাবে নতুন আইনে। এই ধরনের একটা আইন করে ছেড়ে দিয়েছি আমরা। আর মিসইনফরমেশন বা ডিসইনফরমেশনগুলো ভালো ইনফরমেশন দিয়ে থামানোর ব্যবস্থা করা হবে। যেন আমরা আসল কথাটা বলতে পারি দ্রুত। যে ওটা সত্য না, এটা সত্য।

হাদির ওপর গুলির ঘটনায় পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, এ প্রশ্ন করা হয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদকেও। সে সময় তিনি বলেন, বিষয়টি পুলিশ দেখছে। গতকাল দুপুর থেকে গুলির ঘটনা নিয়ে পুলিশের সঙ্গে ইসির আলোচনা চলছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত ওই যুবককে দেওয়াল টপকে কার্যালয়ের ঢুকতে ও বের হতে দেখা যায়। আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আমাদের সময় দিন। আমরা বিষয়টি দেখছি।

গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন