
বিশেষ প্রতিনিধি

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমি অফিসে মানুষ নানা ধরনের হয়রানির শিকার হন। এজন্য ভূমি সেবা অনলাইনে প্রদান করে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে পাঁচটি অনলাইনভিত্তিক সেবা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সৎ ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা শুধু ভূমি মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ অন্যান্য অংশীদারদের সহায়তা অত্যন্ত প্রয়োজন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএলএএমএস)-এর সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিকেএমপি ও উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী।
সালেহ আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে অনেক কাজ করেছি, তবে আরও অনেক কাজ বাকি। সবচেয়ে বড় কাজ হচ্ছে জরিপ। ভূমি সংক্রান্ত মামলার প্রায় ৮০ শতাংশই জরিপকেন্দ্রিক। অভিযোগের তীর আমাদের দিকেই আসে। মানুষ ভূমি অফিসে হয়রানির শিকার হন-এটা আমরা স্বীকার করি। তাই ভাবছি, কীভাবে ঘরে বসেই সেবা নিশ্চিত করা যায়। তাহলেই অফিসকেন্দ্রিক হয়রানি কমবে।
তিনি বলেন, সিএস জরিপ করতে ৫২ বছর লেগেছিল। এখন জরিপে এত সময় লাগবে না। জোনিং করা হয়েছে। বালুমহালের জন্য আলাদা ইউনিট গঠন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। বালুমহল নিয়ে সব অপরাধ বন্ধ না হলেও অনেকটাই কমে এসেছে।
তিনি আরও বলেন, সব অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আসে। ভূমি সেবার বিভিন্ন পর্যায়ে দালাল রয়েছে। কিন্তু ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না-আইন মন্ত্রণালয়ও করে। বিশেষ করে দলিল সংক্রান্ত বিষয়ে। ভূমি সংক্রান্ত প্রায় ১০ লাখ মামলা রয়েছে সারা দেশে। প্রতিদিন কয়েক হাজার মামলা হয়। শুরুতে খারাপ লাগত, এখন আর লাগে না।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমি অফিসে মানুষ নানা ধরনের হয়রানির শিকার হন। এজন্য ভূমি সেবা অনলাইনে প্রদান করে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে পাঁচটি অনলাইনভিত্তিক সেবা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সৎ ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা শুধু ভূমি মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ অন্যান্য অংশীদারদের সহায়তা অত্যন্ত প্রয়োজন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এএলএএমএস)-এর সহায়তায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডিকেএমপি ও উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী।
সালেহ আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে অনেক কাজ করেছি, তবে আরও অনেক কাজ বাকি। সবচেয়ে বড় কাজ হচ্ছে জরিপ। ভূমি সংক্রান্ত মামলার প্রায় ৮০ শতাংশই জরিপকেন্দ্রিক। অভিযোগের তীর আমাদের দিকেই আসে। মানুষ ভূমি অফিসে হয়রানির শিকার হন-এটা আমরা স্বীকার করি। তাই ভাবছি, কীভাবে ঘরে বসেই সেবা নিশ্চিত করা যায়। তাহলেই অফিসকেন্দ্রিক হয়রানি কমবে।
তিনি বলেন, সিএস জরিপ করতে ৫২ বছর লেগেছিল। এখন জরিপে এত সময় লাগবে না। জোনিং করা হয়েছে। বালুমহালের জন্য আলাদা ইউনিট গঠন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে। বালুমহল নিয়ে সব অপরাধ বন্ধ না হলেও অনেকটাই কমে এসেছে।
তিনি আরও বলেন, সব অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে আসে। ভূমি সেবার বিভিন্ন পর্যায়ে দালাল রয়েছে। কিন্তু ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না-আইন মন্ত্রণালয়ও করে। বিশেষ করে দলিল সংক্রান্ত বিষয়ে। ভূমি সংক্রান্ত প্রায় ১০ লাখ মামলা রয়েছে সারা দেশে। প্রতিদিন কয়েক হাজার মামলা হয়। শুরুতে খারাপ লাগত, এখন আর লাগে না।

মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, তা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভিতরে করে দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
২৬ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে সুপারিশ জমা দেবে কমিশনের সদস্যরা। রোববার কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
২৮ মিনিট আগে
‘জুলাই জোট’ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, জনগণই আগামীতের নিজেদের শাসক নির্ধারণ করবে। জাতি আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়; দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ।
৪৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ ও কর্মকর্তা বদলি ও পদায়ন এখানে যোগ্যতার ভিত্তিতে ও নিয়মতান্ত্রিকভাবেই হয়। অনেকেই আমাদের কাছে নানান ধরনের আবদার ও তদবির নিয়ে আসেন। আমরা এগুলো রক্ষা করতে না পারায় আমাদের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যা অপপ্রচার করেন।
১ ঘণ্টা আগে