জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ। গত ১২ ডিসেম্বর হত্যাচেষ্টায় আহত হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহত শহিদ ওসমান হাদির লাশ দেশে পৌঁছায়। শনিবার সকালে তার লাশ জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের লাখো মানুষ তাঁর জানাজায় অংশ নেন। ওসমান হাদির জানাজায় মানুষের ঢল আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বিশেষ গুরুত্ব পেয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম জানায়, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তাঁর স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ লাখো মানুষ হাদির জানাজায় অংশ নেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন শিরোনাম করে জানায়, কঠোর নিরাপত্তার মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিহত যুব নেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাজা ও দাফনের সরাসরি আপডেট প্রকাশ করে। তাদের শিরোনামে অধ্যাপক ইউনূসের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “তুমি কখনো হারিয়ে যাবে না।” জনস্রোতের বিষয়টিও তারা গুরুত্বের সঙ্গে তুলে ধরে।
এনডিটিভির শিরোনাম ছিল, “তার রক্ত বৃথা যাবে না—হাদির জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের প্রত্যয়।” তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড, পাকিস্তানের জিও নিউজসহ বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ওসমান হাদির প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার চিত্র উঠে এসেছে।
টিআরটি ওয়ার্ল্ড শিরোনাম করেছে- নিহত বাংলাদেশ ছাত্রনেতার শোক পালনে ঢাকায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ ।
ওয়াশিংটন পোস্টে এসেছে নির্বাচনের আগে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে নিহত কর্মীর প্রতি বাংলাদেশ শোক প্রকাশ করেছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শীর্ষস্থানীয় বাংলাদেশী শরীফ ওসমান হাদির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।
আরব নিউজের সংবাদে এসেছে- নিহত বাংলাদেশ ছাত্রনেতার জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন। এছাড়া বিশ্বের বেশিরভাগ সংবাদমাধ্যমের প্রতিবেদনেই উঠে এসেছে এই শহীদ হাদির প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার চিত্র।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

