আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়।

তিনি দুপুরে যাবেন কক্সবাজারে। সেখানে রোহিঙ্গাদের বর্তমানে দেখভালের বিষয়ে তাকে অবহিত করা হবে। বিশেষ করে সার্বিক অর্থ কমতির ইস‍্যুটি গুরুত্ব পাবে। গুতেরেস দেখা করবেন স্থানীয় বাসিন্দাদের সাথেও। সন্ধ্যায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। রাতেই ফিরবেন ঢাকাতে। এ সময় তার সফর সঙ্গী হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন