আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কবে থেকে টানা ৭ দিন বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার
কবে থেকে টানা ৭ দিন বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

কয়েকদিনের টানা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সারা দেশের মানুষ প্রচন্ড গরমে ছটফট করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ কম, জলীয় বাষ্পের পরিমাণ বেশি ও মৌসুমি লঘুচাপে চরমভাবাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার থেকে কমতে শুরু করেছে রোদের তীব্রতা। শনিবার রাজধানীসহ বেশকিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। কিন্তু তাতেও গরম কমেনি। রোববার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে। তখন তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, রোববার থেকেই এই বৃষ্টিপাতের তীব্রতা একটু একটু করে বাড়তে থাকবে। ১৬ জুন থেকে ২২ জুন পর্যন্ত সারা দেশে থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিপাত হলে বিদ্যমান যে চরম তাপমাত্রা বা মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিছুটা প্রশমিত হবে। এবং কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে।

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

একেএম নাজমুল হক বলেন, এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে দমকা বাতাস ঝড়ো হাওয়া, কখনও কখনও থাকবে বজ্রপাত। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এসব পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন