
আমার দেশ অনলাইন

ভারতের রাজধানী দিল্লি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই ঢাকাও। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ১৭০ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজও অস্বাস্থ্যকর।
রোববার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৯৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৬১। তৃতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ২৩৫। ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের কোলকাতা। এ ছাড়া ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের উহান শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ভারতের রাজধানী দিল্লি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই ঢাকাও। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ১৭০ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজও অস্বাস্থ্যকর।
রোববার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৯৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৬১। তৃতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ২৩৫। ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের কোলকাতা। এ ছাড়া ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের উহান শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

জলবায়ু নেতিবাচক প্রভাবে বলি সবচেয়ে বেশি উপকূলীয় অঞ্চলের মানুষ। তাদের জীবন-জীবিকা, স্বাস্থ্যসহ সবকিছুতে এই অভিঘাত সরাসরি ভুক্তভোগী তারা। এমতাবস্থায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ) বিশ্ব নেতাদের উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াইকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।
১৯ ঘণ্টা আগে
উত্তরের বিভিন্ন জেলার গ্রামগুলোয় প্রকৃতিতে চাদর বেছানো শুরু করেছে কুয়াশা। সন্ধ্যা হতেই উত্তরা হাওয়া হিম বাতাসে জানান দিচ্ছে, শীত বেশ ঝেঁকে নামা শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার (১৪ নভেম্বর) তেঁতুলিয়ায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তেই শীত জেঁকে বসেছে। তাপমাত্রা প্রতিদিনই কমছে। দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পরেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ, কমতে থাকে তাপমাত্রা।
৪ দিন আগে