মিনহাজুল আবেদীন, ইস্তানবুল
পৃথিবীর দুই মহাদেশের মিলনস্থল ইস্তাম্বুলের উপকূলে ২০২৩ সালে যাত্রা শুরু করে একটি ব্যতিক্রমী গবেষণা প্রতিষ্ঠান—হাকামের (HAKAMER)। “সেন্টার ফর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্টাডিজ” নামক এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশ নিয়ে নিরপেক্ষ, মৌলিক ও গভীর গবেষণা পরিচালনা করা এবং সংশ্লিষ্ট গবেষকদের উৎসাহ ও সহায়তা প্রদান করা।
হাকামেরের মূল লক্ষ্য রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা ও সমাজ ব্যবস্থা নিয়ে অ্যাকাডেমিক গবেষণাকে এগিয়ে নেওয়া। প্রতিষ্ঠানটি গবেষকদের জন্য বৃত্তি প্রদান, গবেষণাগার সুবিধা ও আন্তর্জাতিক সহযোগিতার পথ উন্মুক্ত করে দিয়েছে।
হাকামেরের পেছনের প্রেরণা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন মারমারা বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল হামিদ বিরিশিক। ভারতীয় উপমহাদেশে তার দীর্ঘ গবেষণা অভিজ্ঞতা, বিশেষত উর্দু তাফসির ও আহলে কুরআন আন্দোলন নিয়ে তার পিএইচডি অভিসন্দর্ভ, হাকামের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান শুরু করেছে। এছাড়া সপ্তাহে একটি করে সেমিনার, সার্টিফিকেট কোর্স, ইউটিউব চ্যানেল, এবং ভবিষ্যতে উপমহাদেশের ভাষাগুলোর (উর্দু, ফারসি, হিন্দি, বাংলা) শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাকামেরকে অ্যাকাডেমিক হাবে পরিণত করছে।
প্রতিষ্ঠানটির লাইব্রেরিতে রয়েছে উপমহাদেশ বিষয়ক শতাধিক বই, গবেষণা থিসিস ও দুর্লভ পাণ্ডুলিপি। ওসমানীয় আমল থেকে বর্তমান পর্যন্ত তুর্কী-উপমহাদেশীয় সম্পর্কও তাদের গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
ড. বিরিশিক বলেন, “আমাদের ভারতীয় ভাইয়েরা তাদের কোট বিক্রি করে আমাদের সহায়তা করতে এসেছিলেন। এমন আত্মত্যাগ আমরা ভুলতে পারি না। হাকামের সেই বন্ধনকে আরো দৃঢ় করতে কাজ করছে।”
উপমহাদেশের গবেষণায় আগ্রহী যে কোনো গবেষকের জন্য হাকামের হতে পারে একটি নতুন দিগন্ত। শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, ইতিহাস ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরিতেও এটি হয়ে উঠছে একটি অগ্রণী প্ল্যাটফর্ম।
পৃথিবীর দুই মহাদেশের মিলনস্থল ইস্তাম্বুলের উপকূলে ২০২৩ সালে যাত্রা শুরু করে একটি ব্যতিক্রমী গবেষণা প্রতিষ্ঠান—হাকামের (HAKAMER)। “সেন্টার ফর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্টাডিজ” নামক এই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশ নিয়ে নিরপেক্ষ, মৌলিক ও গভীর গবেষণা পরিচালনা করা এবং সংশ্লিষ্ট গবেষকদের উৎসাহ ও সহায়তা প্রদান করা।
হাকামেরের মূল লক্ষ্য রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা ও সমাজ ব্যবস্থা নিয়ে অ্যাকাডেমিক গবেষণাকে এগিয়ে নেওয়া। প্রতিষ্ঠানটি গবেষকদের জন্য বৃত্তি প্রদান, গবেষণাগার সুবিধা ও আন্তর্জাতিক সহযোগিতার পথ উন্মুক্ত করে দিয়েছে।
হাকামেরের পেছনের প্রেরণা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন মারমারা বিশ্ববিদ্যালয়ের থিওলজি বিভাগের অধ্যাপক ড. আব্দুল হামিদ বিরিশিক। ভারতীয় উপমহাদেশে তার দীর্ঘ গবেষণা অভিজ্ঞতা, বিশেষত উর্দু তাফসির ও আহলে কুরআন আন্দোলন নিয়ে তার পিএইচডি অভিসন্দর্ভ, হাকামের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান শুরু করেছে। এছাড়া সপ্তাহে একটি করে সেমিনার, সার্টিফিকেট কোর্স, ইউটিউব চ্যানেল, এবং ভবিষ্যতে উপমহাদেশের ভাষাগুলোর (উর্দু, ফারসি, হিন্দি, বাংলা) শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাকামেরকে অ্যাকাডেমিক হাবে পরিণত করছে।
প্রতিষ্ঠানটির লাইব্রেরিতে রয়েছে উপমহাদেশ বিষয়ক শতাধিক বই, গবেষণা থিসিস ও দুর্লভ পাণ্ডুলিপি। ওসমানীয় আমল থেকে বর্তমান পর্যন্ত তুর্কী-উপমহাদেশীয় সম্পর্কও তাদের গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
ড. বিরিশিক বলেন, “আমাদের ভারতীয় ভাইয়েরা তাদের কোট বিক্রি করে আমাদের সহায়তা করতে এসেছিলেন। এমন আত্মত্যাগ আমরা ভুলতে পারি না। হাকামের সেই বন্ধনকে আরো দৃঢ় করতে কাজ করছে।”
উপমহাদেশের গবেষণায় আগ্রহী যে কোনো গবেষকের জন্য হাকামের হতে পারে একটি নতুন দিগন্ত। শুধু গবেষণার ক্ষেত্রেই নয়, ইতিহাস ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরিতেও এটি হয়ে উঠছে একটি অগ্রণী প্ল্যাটফর্ম।
এই বছর অর্থনীতির নোবেল পুরস্কার দেওয়া হয়েছে উদ্ভাবন ও সৃজনশীল ধ্বংসের প্রক্রিয়া (creative destruction) কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে সেই গবেষণার ওপর। নতুন প্রযুক্তি ও ধারণা পুরোনো ব্যবস্থাকে প্রতিস্থাপন করে সমাজ যখন পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকে, তখনই টেক
১১ ঘণ্টা আগে‘মনের তালা খুলল কে, চাবিওয়ালা, চাবিওয়ালা!’ প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সেই সুরেলা প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়াচ্ছি! তবে ব্যক্তিগত জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে। এই রাষ্ট্রের জীবনেও একটা বিশেষ তালা আছে, আর তার নাম আর্টিকেল ৭০! এই তালা লাগানো হয়েছিল সেই সব মাননীয়র জন্য, যাদের মধ্যে ‘ছাগলীয়’ প্রবৃত্তি রয়ে
১২ ঘণ্টা আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রায়ই তার পরম বন্ধু বলে বেশ গৌরবের সঙ্গে প্রচার করে থাকেন। ভিন্ন দেশের এ দুই রাজনীতিবিদের প্রগাঢ় বন্ধুত্বের মূল সূত্র হলো মুসলমানদের প্রতি তাদের তীব্র ঘৃণা। বর্তমান বিশ্বে ইসলামোফোবিয়ায় আক্রান্ত শীর্ষ দুটি
১২ ঘণ্টা আগেগাজার ভবিষ্যৎ নিয়ে যখন হতাশা চরমে, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এক নতুন ‘২০ দফার শান্তি পরিকল্পনা’। সেখানে তিনি নিজেকে বসিয়েছেন একটি তথাকথিত ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে।
১ দিন আগে