মানবিক আবেদন
রাজশাহী ব্যুরো
ক্যানসার (CA Lung with Brain Met) আক্রান্ত সিরিন আখতারের চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক আব্দুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের নভেম্বর মাসে তার ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে রেডিওথেরাপি এবং ডা. মঞ্জুর কাদেরের তত্ত্বাবধানে কেমোথেরাপি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে অধ্যাপক আবুল আহসান দীদারের অধীনে কেমোথেরাপি নিচ্ছেন। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি হন।
সিরিন আখতারের চিকিৎসায় এ পর্যন্ত ৩০ লাখ টাকা খরচ হয়েছে। বিভিন্ন প্রকার ব্যাংক ও ব্যক্তিলোন এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াও জমি বিক্রি করে এই খরচ জোগাতে হয়েছে। তার চিকিৎসায় আরও অনেক টাকার প্রয়োজন, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে আর সম্ভব নয়।
সিরিন আখতারের স্বামী মো. হাবিবুর রহমান ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন। তার দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় প্রতি সপ্তাহে দুবার ডায়ালাইসিসের দরকার হতো। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মো. হাবিবুর রহমান ইন্তেকাল করেন। এ ছয় বছর তার চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়। এই দম্পতির তিন সন্তান বিশ্ববিদ্যালয় ও স্কুলে পড়ালেখা করছে। সব মিলিয়ে দুজনের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে সিরিন আখতারের চিকিত্সা করানোর মতো টাকা বা কোনো সহায়-সম্বল আর এই পরিবারের নেই। তাই পরিবারটি সহায়তার হাত বাড়াতে বিত্তবানদের অনুরোধ করেছে।
সাহায্য পাঠানোর ঠিকানা
আব্দুল্লাহ জুবায়ের (ছেলে): 01795-662192 (নগদ ও বিকাশ)
মো. আব্দুস সালাম (ভাই): 01832-329353 (নগদ ও বিকাশ)
মো. আব্দুস সালাম, হিসাব নং-০২০০০০২৫৮১৭১৬, রাউটিং নং-০১০২৭০৭৯৬৬, অগ্রণী ব্যাংক, বাংলা একাডেমি শাখা, ঢাকা
সিরিন আখতার, হিসাব নং-০৫১০১০০০০৮৬৫৪, রাউটিং নং-২০০৭৯০৯৭৮, সোনালী ব্যাংক, স্বরম্নপকাঠী শাখা
ক্যানসার (CA Lung with Brain Met) আক্রান্ত সিরিন আখতারের চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে অধ্যাপক আব্দুল হাইয়ের অধীনে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের নভেম্বর মাসে তার ক্যানসার শনাক্ত হয়। পরবর্তীতে মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে ডা. আব্দুল হাইয়ের তত্ত্বাবধানে রেডিওথেরাপি এবং ডা. মঞ্জুর কাদেরের তত্ত্বাবধানে কেমোথেরাপি কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে অধ্যাপক আবুল আহসান দীদারের অধীনে কেমোথেরাপি নিচ্ছেন। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি হন।
সিরিন আখতারের চিকিৎসায় এ পর্যন্ত ৩০ লাখ টাকা খরচ হয়েছে। বিভিন্ন প্রকার ব্যাংক ও ব্যক্তিলোন এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াও জমি বিক্রি করে এই খরচ জোগাতে হয়েছে। তার চিকিৎসায় আরও অনেক টাকার প্রয়োজন, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে আর সম্ভব নয়।
সিরিন আখতারের স্বামী মো. হাবিবুর রহমান ২০১৯ সালে কিডনি রোগে আক্রান্ত হন। তার দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় প্রতি সপ্তাহে দুবার ডায়ালাইসিসের দরকার হতো। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মো. হাবিবুর রহমান ইন্তেকাল করেন। এ ছয় বছর তার চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়। এই দম্পতির তিন সন্তান বিশ্ববিদ্যালয় ও স্কুলে পড়ালেখা করছে। সব মিলিয়ে দুজনের চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে সিরিন আখতারের চিকিত্সা করানোর মতো টাকা বা কোনো সহায়-সম্বল আর এই পরিবারের নেই। তাই পরিবারটি সহায়তার হাত বাড়াতে বিত্তবানদের অনুরোধ করেছে।
সাহায্য পাঠানোর ঠিকানা
আব্দুল্লাহ জুবায়ের (ছেলে): 01795-662192 (নগদ ও বিকাশ)
মো. আব্দুস সালাম (ভাই): 01832-329353 (নগদ ও বিকাশ)
মো. আব্দুস সালাম, হিসাব নং-০২০০০০২৫৮১৭১৬, রাউটিং নং-০১০২৭০৭৯৬৬, অগ্রণী ব্যাংক, বাংলা একাডেমি শাখা, ঢাকা
সিরিন আখতার, হিসাব নং-০৫১০১০০০০৮৬৫৪, রাউটিং নং-২০০৭৯০৯৭৮, সোনালী ব্যাংক, স্বরম্নপকাঠী শাখা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ দিন আগেবাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩০ আগস্ট ২০২৫মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
২৩ আগস্ট ২০২৫আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
১২ আগস্ট ২০২৫