শিল্পকলায় মুছে ফেলা হলো হাসিনার নামফলক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১০: ২৫

জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় সাত মাস পার হয়ে গেলেও শিল্পকলার ভেতরে শেখ হাসিনার নাম সংবলিত পাঁচটি ফলক গতকাল রাত পর্যন্ত বহাল তবিয়তে ছিল। এদিন সেখানে বিভিন্ন অনুষ্ঠান চলাকালে ছাত্র-জনতার নজরে আসে বিষয়টি। তৎক্ষণাৎ স্প্রে পেইন্ট এনে প্রতিটি জায়গা থেকে পতিত স্বৈরাচার হাসিনার নাম মুছে দেয়া হয়।

বিজ্ঞাপন

এখানে দীর্ঘদিন ধরে আর্মি ক্যাম্প আছে। পরে একজন সেনা কর্মকর্তা এসে হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিচার ত্বরান্বিতকরণ টিমের প্রধান ফারদিন হাসানের হাতে স্প্রে পেয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মুখপাত্র উমামা ফাতিমা ও মিডিয়া সেলের সম্পাদক মাশনুন তাকে ছাড়িয়ে নেয় এবং সেনা কর্মকর্তার কাছে ফারদিনের গায়ে হাত তোলার কারণ জানতে চায়।

তখন সেখানে এসে উপস্থিত হন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল। ওই সেনা কর্মকর্তা প্রথমে উত্তেজিত হলেও পরে ছাত্র জনতার চাপে নমনীয় হতে বাধ্য হয়। এতেও বিক্ষুব্ধ ছাত্রজনতার ক্ষোভ কমেনি।

এরপর সেখানে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ উপস্থিত হন। তিনি পরিবেশ শান্ত করার চেষ্টা করেন এবং বলেন এগুলো তার নজরে আসেনি। তিনি কথা একদিনের মধ্যে সব নামফলক ভেঙে ফেলা হবে। এই সময় আরো উপস্থিত ছিলেন স্টুডেন্ট এগেইনস্ট ডিস্ক্রিমিনেশনের অন্যতম মুখ জগলুল আহমেদ ও এলএএফসির মুয়াজ আবদুল্লাহ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত