মুন্সি এবিএম ইয়াহ্ইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী ২৮ মে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২০: ৩১
মুন্সি এবিএম ইয়াহ্ইয়া (বাহার)

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মুন্সি এবিএম ইয়াহ্ইয়ার (বাহার) ৯ম মৃত্যুবার্ষিকী ২৮ মে (বুধবার)। ২০১৬ সালের ২৮ মে ফেনী থেকে ঢাকায় আসার পথে রাত ১১টার দিকে কুমিল্লায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। কর্মজীবনে এবিএম ইয়াহ্ইয়া বাংলাদেশ পুলিশেও চাকরি করেন।

তিনি দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ জাফর ইকবালের পিতা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের ফেনী সদরের দৌলতপুরস্থ গ্রামের কলিম উদ্দিন মুন্সী বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া ঢাকায় মরহুমের ছেলেদের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ যেন মরহুমকে জান্নাতের সর্ব্বোচ্চ মর্যাদায় আসীন করেন সেজন্য সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

-প্রেস বিজ্ঞপ্তি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত