আমার দেশ অনলাইন
যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের চারটি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার-নিবন্ধিত সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। গত ১ আগস্ট থেকে ওইসব হাসপাতালে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এর আগে, গত ৩১ জুলাই গাজায় চিকিৎসা সহায়তা দিতে সংস্থাটিকে সিল ও সইসহ একটি অফিসিয়াল অনুমতিপত্র প্রদান করে ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাসপাতালগুলো হলো— পশ্চিম গাজার শারে আল-ওয়াহদাহের মুজাম্মাউশ শিফা আত-তিব্বি, উত্তর গাজার আন-নসরের রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, মধ্য গাজার ডেয়ার আল-বালাহের আল-আকসা হাসপাতাল ও দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল।
জানা যায়, এসব হাসপাতালে ওষুধ বিতরণ, চিকিৎসাসামগ্রী সহায়তা এবং জরুরি পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থার স্থানীয় টিম। তারা গাজার অভ্যন্তরে স্থানীয় বাজার বা সেখানে অবস্থানরত বিভিন্ন ব্যবসায়ীদের থেকে খাদ্যসামগ্রী ও পানি সংগ্রহ করে সরাসরি বিতরণ করেন।
বর্তমানে তারা ডাল ও শাক-সবজির স্যুপ, তাজা সবজি, পানযোগ্য পানি বিতরণ করছেন। তাদের ইউনিফর্মধারী স্থানীয় ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিম সারাবছর হাফেজ্জীর ব্যানার ও নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে কাজ করে। প্রতিটি কার্যক্রম তারিখ, সময় ও স্থানসহ ভিডিওচিত্রে ধারণ করে সংরক্ষণ করা হয়।
সংস্থাটির মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের বৈধ নীতিমালা অনুসরণ করে। সংস্থার প্রতিনিধিরা মিশরে গিয়ে সরাসরি ফিলিস্তিনি প্রতিনিধিদের হাতে অর্থ হস্তান্তর করেন। এরপর মিশরস্থ ফিলিস্তিনিরা ‘ব্যাংক অব ফিলিস্তিনের’ মাধ্যমে গাজার ভেতরে কার্যক্রম পরিচালনা করেন। যখন প্রতিনিধি সরাসরি যেতে পারেন না, তখন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত ছাত্ররা অর্থ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী হাফেজ্জী চ্যারিটেবল প্রতিটি দান বৈধভাবে পাঠায়। প্রতি বছর সংস্থাটির আর্থিক ও কার্যক্রমগত প্রতিবেদন DVC কর্তৃক অডিট করানো হয়। DVC বা Document Verification Code হলো একটি ইউনিক কোড, যা ICAB (Institute of Chartered Accountants of Bangladesh) কর্তৃক পরিচালিত হয়।
সংস্থার সহ-সভাপতি মুহসিন বিন মুঈন বলেন, আমরা নিরীহ মানুষের জন্য কাজ করি। যুদ্ধ ও নিষ্ঠুরতার মাঝে যখন শিশুদের কান্না থেমে যায় না, তখন আমরা তাদের পাশে দাঁড়াই। ইতিহাস সাক্ষ্য দেবে, মানবতার পক্ষে দাঁড়ানো কখনো অপরাধ নয়, বরং সাহসিকতার পরিচয়।
যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের চারটি হাসপাতালে চিকিৎসা, খাদ্য ও পানি সহায়তা দিচ্ছে সরকার-নিবন্ধিত সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। গত ১ আগস্ট থেকে ওইসব হাসপাতালে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এর আগে, গত ৩১ জুলাই গাজায় চিকিৎসা সহায়তা দিতে সংস্থাটিকে সিল ও সইসহ একটি অফিসিয়াল অনুমতিপত্র প্রদান করে ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।
হাসপাতালগুলো হলো— পশ্চিম গাজার শারে আল-ওয়াহদাহের মুজাম্মাউশ শিফা আত-তিব্বি, উত্তর গাজার আন-নসরের রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল, মধ্য গাজার ডেয়ার আল-বালাহের আল-আকসা হাসপাতাল ও দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপিয়ান গাজা হাসপাতাল।
জানা যায়, এসব হাসপাতালে ওষুধ বিতরণ, চিকিৎসাসামগ্রী সহায়তা এবং জরুরি পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থার স্থানীয় টিম। তারা গাজার অভ্যন্তরে স্থানীয় বাজার বা সেখানে অবস্থানরত বিভিন্ন ব্যবসায়ীদের থেকে খাদ্যসামগ্রী ও পানি সংগ্রহ করে সরাসরি বিতরণ করেন।
বর্তমানে তারা ডাল ও শাক-সবজির স্যুপ, তাজা সবজি, পানযোগ্য পানি বিতরণ করছেন। তাদের ইউনিফর্মধারী স্থানীয় ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিম সারাবছর হাফেজ্জীর ব্যানার ও নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে কাজ করে। প্রতিটি কার্যক্রম তারিখ, সময় ও স্থানসহ ভিডিওচিত্রে ধারণ করে সংরক্ষণ করা হয়।
সংস্থাটির মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের বৈধ নীতিমালা অনুসরণ করে। সংস্থার প্রতিনিধিরা মিশরে গিয়ে সরাসরি ফিলিস্তিনি প্রতিনিধিদের হাতে অর্থ হস্তান্তর করেন। এরপর মিশরস্থ ফিলিস্তিনিরা ‘ব্যাংক অব ফিলিস্তিনের’ মাধ্যমে গাজার ভেতরে কার্যক্রম পরিচালনা করেন। যখন প্রতিনিধি সরাসরি যেতে পারেন না, তখন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত ছাত্ররা অর্থ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী হাফেজ্জী চ্যারিটেবল প্রতিটি দান বৈধভাবে পাঠায়। প্রতি বছর সংস্থাটির আর্থিক ও কার্যক্রমগত প্রতিবেদন DVC কর্তৃক অডিট করানো হয়। DVC বা Document Verification Code হলো একটি ইউনিক কোড, যা ICAB (Institute of Chartered Accountants of Bangladesh) কর্তৃক পরিচালিত হয়।
সংস্থার সহ-সভাপতি মুহসিন বিন মুঈন বলেন, আমরা নিরীহ মানুষের জন্য কাজ করি। যুদ্ধ ও নিষ্ঠুরতার মাঝে যখন শিশুদের কান্না থেমে যায় না, তখন আমরা তাদের পাশে দাঁড়াই। ইতিহাস সাক্ষ্য দেবে, মানবতার পক্ষে দাঁড়ানো কখনো অপরাধ নয়, বরং সাহসিকতার পরিচয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির বিউবো শাখার সাবেক সম্পাদক প্রকৌশলী এ. জে. এম. লুৎফে রব্বানী শুক্রবার (১৭ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩ দিন আগেবাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
৩০ আগস্ট ২০২৫মানবিক সেবার অংশ হিসেবে ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এতে প্রায় ৩ হাজার পরিবার পর্যায়ক্রমে সহায়তা পাবে। এর আগে সংস্থাটি গত সপ্তাহে ৫০০ রোহিঙ্গা শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে।
২৩ আগস্ট ২০২৫আন্তর্জাতিক যুব দিবস আজ। প্রতি বছর ১২ আগস্ট এ দিবসটি পালন করা হয়। এটি বিশ্বব্যাপী যুব বিষয়গুলোর প্রতি সরকার এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।
১২ আগস্ট ২০২৫