চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঠকমেলার কমিটি

নজরুল ইসলাম তালুকদার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৮: ৩৭

মজলুম ও সাহসী সাংবাদিকতার প্রতীক ড. মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার পাঠকমেলার কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায়।

গত ১১ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দ্য রাইজিং সান স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি গঠন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী ।

বিজ্ঞাপন

সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তর রাঙ্গুনিয়া কলেজের প্রভাষক ইকবাল হোসেন তালুকদার। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নজরুল ইসলাম তালুকদার।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহসভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার ছমিউদ্দীন ও শিক্ষক লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক হিসেবে কলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক ওবাইদুল হক, পাঠাগার ও পাঠচক্র-বিষয়ক সম্পাদক শিক্ষক মহিউদ্দিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল্লাহ্ তালুকদার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক জাহেদুল ইসলাম নয়ন, মাদরাসা-বিষয়ক সম্পাদক মওলানা সিরাজুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নেজাম উদ্দীন কুসুম এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা-বিষয়ক সম্পাদক হিসেবে চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের ওমর ফারুক মনোনীত হয়েছেন।

এ ছাড়া রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট সরোয়ার হোসেন, মাওলানা নুরুল আজিম, অধ্যাপক আনিসুল হক, দ্য রাইজিং সান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রবিউল ইসলাম মামুন ও উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুবিন শিকদার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাঠকমেলার নতুন এই কমিটি রাঙ্গুনিয়া উপজেলায় ‘আমার দেশ’-এর আদর্শ, চিন্তাধারা ও মুক্তচিন্তার চর্চা বিস্তার এবং তরুণদের পাঠাভ্যাস, গবেষণামূলক চর্চা, আলোচনা সভা, সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক একটি প্রজন্ম গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত