আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ পাঠক মেলার রংপুর মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি গঠন

মেজবাহুল হিমেল, রংপুর অফিস
আমার দেশ পাঠক মেলার রংপুর মহানগর, জেলা ও বিভাগীয় কমিটি গঠন
রংপুর মহানগর, জেলা এবং আংশিক বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে

দেশব্যাপী বিস্তৃত হচ্ছে ‘আমার দেশ পাঠক মেলা’র কার্যক্রম। এ কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে রংপুর মহানগর, জেলা এবং আংশিক বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তিন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেন ইউনুস ও রাহাতুল ইসলাম নতুন তিনটি কমিটি অনুমোদন করেন।

বিজ্ঞাপন

মহানগর কমিটি

মহানগর কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন—বাদশাহ ওসমানী, শহিদুল ইসলাম মিজু, এটিএম আজম খান, মাহফুজ ইন নবী ডন, আরজানা বেগম, তাকিয়া জাহান চৌধুরী, ডা. সৈয়দ মো. আবু তালেব, রফিকুল ইসলাম রফিক ও তারিকুল ইসলাম।

কমিটির সভাপতি শেখ রেজওয়ান; সহ-সভাপতি এমএম আলম পান্না ও নরুন নাহার বেগম; সাধারণ সম্পাদক সামি ইবনে অম্বর; যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, মিরাজুল ইসলাম মিঠু ও সাজ্জাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক অলি আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্না শেখ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রিয়াজুল মোস্তফা রাগীব, আইসিটি সম্পাদক জোবায়ের হাসান জারিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মেহফুজা জেসমিন (স্বপ্না), সহ-সম্পাদক সঞ্চিতা মহাজন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সমির উদ্দিন সরকার, সহ-দপ্তর সম্পাদক মুরশিদ আলম, মাদ্রাসা ও ধর্ম সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক গোলাম রব্বানী রাজু, স্বাস্থ্য ও সামাজিক সেবা সম্পাদক ডা. সিহাব ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আজিজ আল জামান রুহিতসহ মোট ৩০ জন।

জেলা কমিটি

জেলা কমিটির উপদেষ্টা—বাদশাহ ওসমানী, অধ্যাপক গোলাম রব্বানী, ডা. রেজা তৌফিক মো. হাছিনুজ্জামান, কাওসার জামান বাবলা, অধ্যাপক রায়হান সিরাজী, মো. বজলুর রশিদ মুকুল, এডভোকেট মাহবুব আলম, আব্দুল হামিদ ও মেজবাহুল মোকাররাবীন হিমেল।

সভাপতি এম আলমগীর কবির; সহ-সভাপতি আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম জীবন, শফিকুল ইসলাম, শেখ মশিউর রহমান সবুজ, এনামুল হক, খন্দকার নুরুজ্জামান বেলাল, এম ফারহান জিহান ও আরিফ রুহানী। সাধারণ সম্পাদক এম আই সুমন; যুগ্ম সম্পাদক সোহরাওয়ার্দী সিথীল, রাজু আহমেদ ও নুর মোহাম্মদ সুমন; সাংগঠনিক সম্পাদক এ এস এম রোকন উদ্দিন; অর্থ সম্পাদক মাওলানা ফয়েজ উদ্দিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল রানা; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহিদ হাসান; আইসিটি সম্পাদক সাব্বির হায়দার আশিক; নারী ও শিশু বিষয়ক সম্পাদক বদরুন নেছা জান্নাতি, সহ-সম্পাদক শরিফা বেগম; দপ্তর সম্পাদক মো. আবু রায়হান মিয়া, সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ; মাদ্রাসা ও ধর্ম সম্পাদক রিফাত হাসান; পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ রিফাত চৌধুরী; স্বাস্থ্য ও সামাজিক সেবা সম্পাদক ডা. তুহিন মিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরো ৩০ জন।

বিভাগীয় কমিটি

বিভাগীয় কমিটির উপদেষ্টা—বাদশাহ ওসমানী, ড. মোহাম্মদ হারুন অর রশিদ, প্রফেসর ড. মো. আবুল হাসান, প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, এডভোকেট তারেকুজ্জামান তারেক, ইয়ার আলী ও ওয়াসিম বারী রাজ।

সভাপতি খন্দকার ময়নুল হক মীম; সহ-সভাপতি মো. শাফিউল ইসলাম শাফী ও মনিরুজ্জামান মনির; সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুমন; যুগ্ম সম্পাদক মুনির উদ্দিন ও ইমতিয়াজ ইমতি; অর্থ সম্পাদক নিয়াজ মোর্শেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতিহুল ইসলাম শোভন; নারী ও শিশু সম্পাদক তাসনুভা হোসেন। আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি সুপারিশ করেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান সিহাব।

মহানগরের উপদেষ্টা মাহফুজ ইন নবী ডন বলেন, পাঠাভ্যাস ছাড়া জ্ঞানভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়। মানুষকে বইয়ের কাছে ফিরিয়ে আনতে 'আমার দেশ পাঠক মেলা' বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

বিভাগীয় সভাপতি খন্দকার ময়নুল হক মীম বলেন, রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলে আমার দেশ পত্রিকা পৌঁছে দেওয়া, পাঠক বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণই তাদের লক্ষ্য। তিনি বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পৃথক কর্মসূচি গ্রহণ করে পাঠাভ্যাস ও দেশপ্রেম জোরদার করা হবে।

জেলা সভাপতি এম আলমগীর কবির বলেন, জেলার সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পাঠচর্চায় উৎসাহিত করতে প্রতিযোগিতার আয়োজন করা হবে ‘আমার দেশ পাঠক মেলা’র পক্ষ থেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন