আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমার দেশ পাঠকমেলা

কবি নজরুল সরকারি কলেজের নতুন কমিটির পরিচিতি সভা

আমার দেশ অনলাইন
কবি নজরুল সরকারি কলেজের নতুন কমিটির পরিচিতি সভা

সম্প্রতি আমার দেশ পাঠকমেলার কবি নজরুল সরকারি কলেজ শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ঘোষিত নতুন কমিটির সদস্যরা প্রথমবারের মতো একই প্ল্যাটফর্মে একত্রিত হয়ে সাংগঠনিক পরিকল্পনা, ভবিষ্যৎ করণীয় এবং পাঠসংস্কৃতি বিস্তারের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শুরু হয় পরিচয় পর্বের মাধ্যমে। প্রত্যেকে নিজেদের নাম, দায়িত্ব ও পাঠকমেলার প্রতি নিজস্ব ভাবনা তুলে ধরেন। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনকে আরও গতিশীল ও নিয়মিত কার্যক্রমে সমৃদ্ধ করার প্রত্যয় উঠে আসে সবার বক্তব্যে। পরিচিতি পর্ব শেষে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয়, যেখানে সদস্যরা বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতের সম্ভাবনা এবং নিয়মিত কর্মযজ্ঞ চালু রাখার উপায় নিয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

সভায় এ বছর থেকে কয়েকটি নতুন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য- ১. পাঠাভ্যাসের প্রসার ঘটাতে ও চিন্তার জগৎ সমৃদ্ধ করতে প্রতি মাসে নির্ধারিত বই বা বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। ২. দলীয় আন্তরিকতা, ঘনিষ্ঠতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করার লক্ষ্যে মাসে দুটি অনানুষ্ঠানিক চা-চক্র অনুষ্ঠিত হবে। ৩. সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালিত করতে সদস্যদের মাসিক একটা নির্ধারিত ফান্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনার দ্বিতীয় পর্বে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের ৪ শহীদ সহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সদস্যরা ন্যায় এবং মানুষের অধিকারের জন্য প্রাণ দেওয়া বীর শিক্ষার্থী ও তরুণদের স্মরণ করেন এবং তাঁদের ত্যাগ ও সাহসিকতা থেকে শিক্ষা নিয়ে সমাজে সচেতনতা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় শেষে একটি সংক্ষিপ্ত চা-চক্র অনুষ্ঠিত হয়, যা আলোচনা সভার আবহকে আরও আন্তরিক ও প্রাণবন্ত করে তোলে। নতুন সদস্যদের মাঝে পরিচিতি ও বন্ধন আরও সুদৃঢ় হয় এই পর্বে।

সামগ্রিকভাবে, পরিচিতি সভা সংগঠনের ভবিষ্যৎ পথচলার একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। নতুন কমিটির নেতৃত্ব, গৃহীত উদ্যোগ ও সদস্যদের উৎসাহ সব মিলিয়ে আশা করা যায় যে কবি নজরুল সরকারি কলেজ শাখার আমার দেশ পাঠকমেলা আগামী দিনে পাঠচর্চা, সাংস্কৃতিক বিকাশ ও মানবিক মূল্যবোধের চর্চায় একটি অনুপ্রেরণাদায়ী ভূমিকা রেখে চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন