আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লইয়ার্স কাউন্সিলের ইফতারে জামায়াত আমির

দেশে ন্যায়বিচার ও শিক্ষা চরমভাবে ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার
দেশে ন্যায়বিচার ও শিক্ষা চরমভাবে ক্ষতিগ্রস্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সমাজে ন্যায়বিচার ও শিক্ষা নিশ্চিত হয়, দুনিয়ার বুকে সে সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেই সমাজের নাগরিকরা মর্যাদা ও গর্বের সঙ্গে দুনিয়ার বুকে সব জায়গায় পরিচয় দিতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই দুটি উপাদান চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায়বিচার নির্বাসনে গিয়েছে আর শিক্ষার অবস্থা ভাঙাচোরা।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, আমাদের দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বৈশ্বিক র‍্যাংকিংয়ে কোথাও আমাদের অবস্থান নেই। অথচ আমাদের বহু পরে স্বাধীন হওয়া দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তারা এখন র‍্যাংকিংয়ে উজ্জ্বল অবস্থানে থেকে দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে, আলো দেখাচ্ছে। আর আমরা এখনো অন্ধকারে পড়ে আছি। শিক্ষা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সব শ্রেণি সুবিধা পায়।

তিনি বলেন, সমাজে অনেক জায়গায় অসংগতি আছে। আদালত অঙ্গন যদি সংস্কার করা যায়, একে যদি পরিচ্ছন্ন করা যায়, তাহলে সমাজের অর্ধেক যন্ত্রণা স্বয়ংক্রিয়ভাবেই দূর হয়ে যাবে। আর বাকি অর্ধেক আমরা সবাই মিলে দূর করতে পারব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলাম হলো সর্বোত্তম সমাধান। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো দুনিয়ায় এখন পর্যন্ত একটা আইনও তৈরি করতে পারেনি। আমাদের মাদার ‘ল’ হলো ডিভাইন ‘ল’। দুনিয়ার বেশির ভাগ আইন আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে। এজন্য বিদ্যমান আইনের সঙ্গে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায়।

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট ড. মোহাম্মাদ হেলাল উদ্দিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন