সিলেটে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৪৪

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর উপর ‘ছাত্র শিবিরের হামলা’ ও রগ কাটার প্রচেষ্টার' অভিযোগে এবং কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বর দিয়ে পুনরায় টিএসসির ডাস চত্বর এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে 'রগকাটার রাজনীতি বাংলাদেশে চলবে না', ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও ছাত্রসমাজ', ‘সিলেটে রগ কাটে, প্রশাসন কী করে' প্রভৃতি স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সিলেট এমসি কলেজের একজন শিক্ষার্থী তার মনের আকাঙ্ক্ষা 'গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক গুপ্ত না থেকে ওপেন স্পেসে এসে রাজনীতি করুন' এমন স্ট্যাটাস দেওয়ার কারণে '৭১-এর পরাজিত শক্তি শিবির তাকে বেধড়ক মারধর করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ছাত্রদল যেকোনো সাধারণ শিক্ষার্থী যেকোনো ধরনের মানুষ যৌক্তিক সমালোচনা করবে আমরা আমাদের মতামতের সাথে সমন্বয় করে নিজেদের কর্মপদ্ধতি ঠিক করি। কিন্তু তারা এখনও রগ কাটার চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, তারা মতামতকে গ্রহণ না করে রগ কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে তার মতে করে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ট্রমার মধ্যে রেখে দেয়।

শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের উচিত ছিলো ২০২৪ সালের ৫ আগস্টের পর জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চেয়ে প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ তৈরি করা। কিন্তু আপনারা আধিপত্য বিস্তারের জন্য একের পর এক মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে বেনামে দোকান খুলে বসাইলেন। আপনারা ভাবলেন আপনারাই রাজনীতির সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। আপনারা যদি কোনোভাবেই ভুল করেন পরাজিত শক্তির মতোই আচরণ করেন তাহলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে আস্তাকুঁড় নিক্ষেপ করবে।

এসময় ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে শত শত ছাত্রদলের নেতারা জীবন দিয়েছে, গুম হয়েছে। আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই জুলাই- আগস্টের সেই চেতনাকে আমরা ভূলুণ্ঠিত হতে দিবো না।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত