আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া আয়োজনের আহ্বান ডাকসুর

আমার দেশ অনলাইন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া আয়োজনের আহ্বান ডাকসুর
ফাইল ছবি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সারা দেশের ছাত্রসমাজকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়—বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়া সংগ্রামী পথচলার এক অনন্য প্রতীক। দৃঢ় মনোবল, অদম্য সাহস ও নেতৃত্বের গুণে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফরহাদ বিবৃতিতে উল্লেখ করেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী দমনপীড়ন, গুম-খুন, বিচারিক হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে তিনি সবসময় উচ্চকণ্ঠ ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাজনৈতিক সহাবস্থান ও ভবিষ্যতের শান্তির জন্য তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজনীয়।

দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়ে ডাকসু জিএস বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ সুস্থতা এবং দেশ-জাতির সেবায় পুনরায় ভূমিকা রাখার তাওফিকের জন্য দোয়া ও প্রার্থনা করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন