আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আটটি আসনে আগের প্রার্থীর পরিবর্তে নতুন নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবর্তিত আসন ও প্রার্থীরা হলেন-কিশোরগঞ্জ–২ আসনে মাওলানা শফিকুল ইসলামের পরিবর্তে শাহরিয়ার জামান রানা; সিলেট–৩ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরীর পরিবর্তে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু; নওগাঁ–২ আসনে মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর চৌধুরী; গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) আসনে মাওলানা জাহিদ আল মাহমুদের পরিবর্তে মাওলানা ইমরান হোসাইন আফসারীকে মনোনীত করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ–২ আসনে মাওলানা কাউসারের পরিবর্তে মুফতি শোয়াইব ইব্রাহিম; রাজবাড়ী–২ আসনে মাওলানা ইব্রাহিম খলিলের পরিবর্তে মাওলানা কুতুবুদ্দিন; ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর পরিবর্তে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং নারায়ণগঞ্জ–৪ আসনে মাওলানা আবু সাঈদের পরিবর্তে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার আনোয়ার হোসাইন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

